Home Featured Monkeypox: এবার ভারতে ছড়াচ্ছে মাঙ্কিপক্স? কেরলে ১ ব্যক্তির শরীরে মিলল এই রোগের উপসর্গ

Monkeypox: এবার ভারতে ছড়াচ্ছে মাঙ্কিপক্স? কেরলে ১ ব্যক্তির শরীরে মিলল এই রোগের উপসর্গ

by Anamika Nandi
Monkeypox: এবার ভারতে ছড়াচ্ছে মাঙ্কিপক্স? কেরলে ১ ব্যক্তির শরীরে মিলল এই রোগের উপসর্গ

মহানগর ডেস্ক: ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। তার উপর আবার উদ্বেগ বাড়িয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। নতুন এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কেরলের (Kerala) এক ব্যক্তি। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, অসুস্থ ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ তিন দিন আগে ওই ব্যক্তি আরব আমিরশাহি থেকে কেরলে এসেছেন। বর্তমানে চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে রয়েছেন ওই ব্যক্তি।

মূলত গতকালই বিষয়টি সামনে এসেছে। প্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “চিন্তার কোনও কারণ নেই। অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দফতর পুণের ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠিয়েছে পরীক্ষার জন্য। বিকেলের মধ্যে রিপোর্ট চলে আসবে। তারপরে নিশ্চিত ভাবে বলা যাবে যে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কি না”।

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে জোড়া তলব, মলয় ঘটক ও সুশান্ত মাহাতোকে দিল্লিতে হাজিরার নির্দেশ

সেইসঙ্গে বীণা জর্জ আরও বলেন যে, অসুস্থ ব্যক্তি বিগত কয়েকদিন ধরে যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে আরব আমিরশাহি থেকে কেরলে ফেরার পরই ওই ব্যক্তির শরীরে এই রোগের উপসর্গ দেখা দেয়। বর্তমানে চিকিৎসকরা তাঁকে আইসোলেশনে রেখেছেন। যদি ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে তবে এটি ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের ঘটনা হবে ।

বিগত কয়েক মাসে বিশ্বের ৫১টি দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বিশেষ করে স্পেন, পর্তুগাল ও ব্রিটেনে এই ভাইরাসের প্রাদু্র্ভাব লক্ষ করা গিয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনই এই ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। অন্যদিকে আগেই কেন্দ্রের পক্ষ থেকে মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জরুরি বৈঠকে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আইসিএমআরকে বিশ্বের মাঙ্কিপক্স সংক্রমণ পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছিলেন। এমনকি বিশ্বের যেখানে এই রোগ ছড়িয়েছে সেখান থেকে আসা যাত্রীদের উপর নজর রাখারও কথা বলেছিলেন তিনি।

You may also like