মহানগর ওয়েবডেস্ক: করোনাকালে বন্ধ রয়েছে সাধারণ ট্রেন চলাচল। তবে আনলক পর্ব শুরু হওয়ার আগে থেকেই দেশজুড়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। বর্তমানে গোটা দেশে ২৩০টি ট্রেন চলছে। এদিন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে আরও ৮০টি স্পেশাল ট্রেন চলা শুরু হবে। অর্থাৎ ৪০ জোড়া ট্রেন চলবে। ১০ সেপ্টেম্বর থেকে এই ট্রেনে রিজারভেশন বুকিংও আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে করা যাবে বলে জানিয়েছেন তিনি।
Railways to run 40 pairs of new special trains from September 12. Reservation for these will begin from September 10: Vinod Kumar Yadav, Chairman Railway Board (File pic) pic.twitter.com/fGw456HUrR
— ANI (@ANI) September 5, 2020
দেশজুড়ে লকডাউন লাগু হওয়ার ফলে ট্রেন ও মেট্রো যেভাবে চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল, তা এখন ক্রমশ স্বাভাবিক করতে চাইছে কেন্দ্র। আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবার ট্রেন পরিষেবাও স্বাভাবিক করার দিকে আরও একধাপ এগোল রেলওয়ে। মনে করা হচ্ছে, প্রত্যেক মাসেই এভাবে কিছু কিছু স্পেশাল ট্রেন চালিয়ে ধীর গতিতে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনবে রেলওয়ে।