Home Featured Most Dangerous Country Of World : বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ পাকিস্তান, মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্যের পরই ক্ষিপ্ত ইসলামাবাদ

Most Dangerous Country Of World : বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ পাকিস্তান, মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্যের পরই ক্ষিপ্ত ইসলামাবাদ

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ইসলামাবাদের সঙ্গে যখন ওয়াশিংটনের সম্পর্কের ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ঠিক তখনই পাকিস্তান বিশ্বের সব থেকে বিপজ্জনক ( Most Dangerous Country Of World) দেশ বলে মন্তব্য করে সেই সমঝোতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President)। আর তাঁর সেই মন্তব্যের পরেই পাকিস্তানে নিযুক্ত মার্কিন হাই কমিশনারকে তলব করে নিজেদের ক্ষোভ উগড়ে দিল শাহবাজ শরিফ সরকার। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলিসে ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যামপেন কমিটি রিসেপশনে বক্তব্য রাখছিলেন। বক্তৃতা দিতে গিয়ে চিন ও রাশিয়াকে তোপ দাগেন বাইডেন (Attacked China And Russia)।

এরপর মার্কিন বিদেশ নীতি নিয়ে বক্তব্য রাখার সময়ই চিন ও রাশিয়ার প্রসঙ্গ টেনে আনেন। বক্তব্য শেষ করার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন বিশ্বে সব থেকে বিপজ্জনক দেশ হল পাকিস্তান। বাইডেন বলেন, জিন পিং যা তিনি চান,সেটাই একমাত্র বোঝেন। কিন্তু তাঁর অনেক বড় বড় ব্যাপার রয়েছে। অসংখ্য সমস্যা তাঁর সামনে রয়েছে। কীভাবে তা মোকাবিলা করা হবে? রাশিয়াতেই বা কী চলছে। তিনি যা ভাবেন সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ হল পাকিস্তান। তাদের পরমাণু অস্ত্র থাকলেও সে ব্যাপারে তাদের মধ্যে কোনও সমন্বয় নেই। মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরেই ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্প্রতি গড়ে ওঠা সম্পর্ক বড় ধাক্কা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

বাইডেন বলেন, একুশ শতকের দ্বিতীয় পর্বকে বদলে দেওয়ার প্রচুর সুযোগ রয়েছে আমেরিকার। বুধবার বাইডেন প্রশাসন মূল নীতি সংক্রান্ত নথি প্রকাশ করেছে, তাতে চিন ও রাশিয়াকে হুমকি হিসেবেই সেখানে দেখানো হয়েছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আটচল্লিশ পাতার নথি প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানের কোনও উল্লেখ নেই। সেখানে চিন ও রাশিয়াকে নিয়েই উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। এদিকে কেন বাইডেন তাঁর ভাষণে পাকিস্তানকে বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ বলে বর্ণনা করেছেন, তার কারণ খোঁজার চেষ্টা শুরু হয়েছে।

You may also like