মহানগর ডেস্ক: বিগত কয়েকদিন ধরে দক্ষিণী এক পরিচালকের ছবির পোস্টারকে ঘিরে উত্তাল গোটা দেশ। যেই বিতর্কে নাম জুড়েছে তৃণমূল কংগ্রেস সাংসদের। হঠাৎ করেই বঙ্গ ও জাতীয় রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন স্বয়ং মা কালী। এবার বাংলার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘কালী কথা’ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিওবা তিনি বিতর্কিত প্রসঙ্গের কথা বিন্দুমাত্র উল্লেখ করেননি।
আরও পড়ুন: দলকে চাঙ্গা করতে নাকি ব্যক্তিগত ছুটি কাটাতে! পাহাড় সফরে মিঠুন
রবিবার রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে ‘কালী কথা’ শোনান তিনি। বলেন, “রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে স্পষ্ট দেখেছিলেন। মা কালীর চরণে নিজের সর্বস্ব সমর্পণ করে দিয়েছিলেন। তিনি বলতেন, এই গোটা ভুবন, চরাচরেই ব্যপ্ত মায়ের চেতনা। গোটা ভারতের বিশ্বাসে দেখা যায় এই চেতনা। স্বামী বিবেকানন্দকে বিশ্ব মানব গড়ে তোলার রসদ জুগিয়েছে এই চেতনাই। এর দরুন স্বামী বিবেকানন্দকে উদ্দীপিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই একই শক্তি আমি স্বামী আত্মস্থানন্দের ভিতরেও দেখেছি। ভক্তির নিশ্চলতা এবং শক্তি সাধনার সামর্থ্য দেখেছি”।
Prime Minister Narendra Modi speaks reverentially about Maa Kaali being the center of devotion, not just for Bengal but whole of India. On the other hand, a TMC MP insults Maa Kaali and Mamata Banerjee instead of acting against her, defends her obnoxious portrayal of Maa Kaali… pic.twitter.com/6O4vYGkasi
— Amit Malviya (@amitmalviya) July 10, 2022
তাঁর কথায়, ‘বিশ্বাস যখন পবিত্র হয়, আদ্যাশক্তি নিজেই আমাদের পথপ্রদর্শন করে’। একদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে সরব হয়েছেন আমজনতা। এদিকে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘কালী কথা’ শোনালেন নমো। বিতর্কিত প্রসঙ্গের উল্লেখ না করে বাঙালি মহাপুরুষদের কালী সাধনার কথা বলেছেন মোদি। আবার প্রধানমন্ত্রীর বক্তব্যকে টুইট করে তৃণমূলকে খোঁচা দিয়েছেন অমিত মালব্য। তাঁর বক্তব্য, তৃণমূল যেখানে মা কালীকে অপমান করছে, সেখানে মা কালীর প্রতি গোটা দেশের ভক্তির কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি।