Home Featured Narendra Modi: ‘মা শুধু একটা শব্দ নয়’, জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করলেন মোদি

Narendra Modi: ‘মা শুধু একটা শব্দ নয়’, জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করলেন মোদি

by Anamika Nandi

মহানগর ডেস্ক: মায়ের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে গান্ধীনগর (Gandhinagar) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শতবর্ষে পা দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি (Heeraben Modi)। এদিন টুইটারে মাকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছেন নমো। হীরাবার ১০০ তম জন্মদিন উপলক্ষে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি বলেন, তাঁর বাবা বেঁচে থাকলে ২০২২-এ শতবর্ষে পা রাখতেন।

প্রধানমন্ত্রীর কথায়, ‘গত সপ্তাহে আমার ভাগ্নে গান্ধীনগর থেকে মায়ের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। সমাজের কয়েকজন যুবক বাড়িতে এসেছিল। আমার বাবার ছবি একটি চেয়ারে রাখা হয়েছিল, সেখানে কীর্তন ছিল এবং মা মঞ্জিরা বাজানোর সময় ভজন গাইতে মগ্ন ছিলেন। এখনও এই বয়সে শারীরিকভাবে অনেকটাই কর্মঠ তিনি’।

আরও পড়ুন: আধার কার্ড দেখালেই মিলবে রেশন, বড় সিদ্ধান্ত ডিলারদের

নেটমাধ্যমে নমো লেখেন, ‘আমার জীবনে যা কিছু ভাল তার সমস্ত কৃতিত্ব যায় আমার বাবা-মাকে। আজ আমি পুরনো সমস্ত স্মৃতিকে আঁকড়ে ধরে দিল্লিতে বসে আছি’। মা সকলের জীবনে এক আলাদা জায়গা দখল করে থাকে। প্রথমবার হাঁটতে শেখা মায়ের হাত ধরেই। জীবনের কঠিনতম মুহূর্তে নিঃস্বার্থভাবে সঙ্গ দেন মা-ই। একইভাবে প্রধানমন্ত্রী মোদির কাছে, তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটি হল মা হীরাবেন মোদি।

আজ ১৮ জুন, শনিবার মায়ের জন্মদিনে গুজরাটের গান্ধীনগরের কাছে অবস্থিত রায়সান গ্রামে পৌঁছেছেন নমো। যেখানে তিনি থাকেন তাঁর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে। দেশের দায়িত্বভার কাঁধে থাকলেও মায়ের জন্মদিনে তাঁর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রী। সেখানে মা হীরাবেন মোদির সঙ্গে বসে নিজের প্রিয় খাবার খিচুড়ি খান। কর্মব্যস্ততার কারণে বাকি দিনে মায়ের সঙ্গে না থাকলেও, জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে মায়ের আশীর্বাদ অবশ্যই নেন নমো।

You may also like