Mouni-Suraj : ছাতনা তলায় মৌনি-সুরাজ, গোয়াতেই চার হাত এক হল অবশেষে

10
গোয়াতে চার হাত এক হল মৌনি রায় এবং সুরাজ নাম্বিয়ার

মহানগর ডেস্ক : গোয়াতে চার হাত এক হল মৌনি রায় এবং সুরাজ নাম্বিয়ার। সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরেফিরে বেড়াচ্ছিল তাঁদের ছবি ।আজ সকালে বাঙালি অভিনেত্রী বাঁধা পড়ল বিবাহ বন্ধনে। প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ছবি।

দীর্ঘ বছর সম্পর্কে থাকার পর অবশেষে নিজেদের সম্পর্ককে একটি পরিণয় দেওয়ার ঘোষণা করেছিলেন আগেই। জানিয়েছিলেন ২৭ জানুয়ারি গোয়াতেই বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন বঙ্গ তনয়া। মালয়ালি মতে বিবাহ হয়েছে তাঁদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিফিল্ম জগতের একাধিক তারকা। অর্জুন বিজলানি ,মন্দিরা বেদি এবং আরও অনেকে। মন্দিরা বেদি তাঁদের মেহেন্দির একটি ছবি শেয়ার করে লিখেছেন,’ মন, সুরাজ এবং প্রত্যেকে অনেক ভালোবাসা রইলো আশা করি তোমরা জানো’।

মৌনি গোল্ডেন লেহেঙ্গাতে সেজেছিলেন মেহেন্দির সময়। এর আগে নিজেদের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই হবু স্বামীকে নিজের সবকিছু’ বলে দাবি করেছেন তিনি। স্বভাবতই অনুরাগীদের মধ্যে তাঁদের বিয়ে নিয়ে একটা উত্তেজনা ছিল। ছবি প্রকাশ্যে আসতে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁরাও।

Mouni-Suraj