Home Lifestyle Mouth Smell : মুখের দুর্গন্ধ পাশে কেউ টিকতে পারছে না? রইল কিছু সহজ টিপস

Mouth Smell : মুখের দুর্গন্ধ পাশে কেউ টিকতে পারছে না? রইল কিছু সহজ টিপস

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক: অনেককেই মুখের দুর্গন্ধের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে তার জন্য কিছু সহজ উপায় যদি মারা যায় তাহলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। তার জন্য বের করতে হবে নিজের জন্য একটু সময়। রোজ যদি ভালো করে ব্রাশ করা যায় এবং জীব পরিস্কার করা যায় তাহলে মুখের গন্ধ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। এছাড়া রইলো কিছু সহজ উপায়…

লবঙ্গ মুখের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে দাঁত ভালো রাখতে এর জুড়ি মেলা ভার। তবে মুখের গন্ধ কাটাতেও কিন্তু লবঙ্গ ভীষণ উপকারী। দিনের বেলা অল্প পরিমাণ লবঙ্গ খেলে অসহ্য গন্ধ দূর হয়ে যায়।

সাধারণত পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় খাবার খেলে দুর্গন্ধে সৃষ্টি হয়। সেক্ষেত্রে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে আপেল খেতে পারেন।

তবে আপেলের পাশাপাশি অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু মুখের দুর্গন্ধ থেকে মুক্তি দিতে পারে। এক গ্লাস জলে দু চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন চিরতরে।

You may also like