Home Featured Andhra Pradesh: মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও কলে কথা বলে শিরোনামে সাংসদ, তোলপাড় নেটপাড়া

Andhra Pradesh: মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও কলে কথা বলে শিরোনামে সাংসদ, তোলপাড় নেটপাড়া

by Anamika Nandi

মহানগর ডেস্ক: এক মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও কলে কথা বলে বিতর্কে নাম জড়াল হিন্দুপুরের YCP সাংসদ গোরান্টলা মাধবের (Gorantla Madhav)। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সাংসদের বক্তব্য, ভিডিওটি তাঁর নয়। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। টিডিপির চিন্তকায়ালা বিজয় এবং পোন্নরু ভামসির বিরুদ্ধে ভিডিওটি প্রচারের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গে সাংসদ জানিয়েছেন যে, এই বিষয়ে যে কোনও তদন্তের জন্য তিনি প্রস্তুত। তিনি সেই সাহস রাখেন। গোরান্টলা মাধবের কথায়, ভিডিওটি তিনি জিমে থাকাকালীন রেকর্ড করা হয়েছে এবং পরবর্তীতে তাতে কাঁচি চালানো হয়েছে। অর্থাৎ ভিডিওটি ‘morphed’ করা হয়েছে। এদিকে এমপির ভিডিও ভাইরাল হতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সাংসদের আচরণে চরম ক্ষুব্ধ জনগণ।

অন্যদিকে সাংসদ মাধবের কাজে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন টিডিপির নেতারা। ক্ষোভ প্রকাশ করেছেন টিডিপির মহিলা নেতৃত্বরা। তাঁদের দাবি, সাংসদের পদকে কলঙ্কিত করেছেন গোরান্টলা মাধব। টিডিপির অন্যান্য নেতৃত্বদের বক্তব্য, ভিডিও ফাঁস হওয়ার পর সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সিএম জগনের। তাঁদের কথায়, এমপি পদের জন্য যোগ্য নন মাধব।

You may also like