Home Featured Mukhtar Abbas Naqvi: মন্ত্রিত্ব ছাড়লেন নকভি, তবে কী উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন?

Mukhtar Abbas Naqvi: মন্ত্রিত্ব ছাড়লেন নকভি, তবে কী উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন?

by Anamika Nandi
Mukhtar Abbas Naqvi: মন্ত্রিত্ব ছাড়লেন নকভি, তবে কী উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন?

মহানগর ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) বুধবার নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমা দিয়েছেন। জানা গিয়েছে, পদত্যাগ করার আগে তিনি জেপি নাড্ডা ও মোদির সঙ্গে দেখা করেছিলেন। তবে তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিলেই, নতুন করে জল্পনা শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি পদে (Vice Presidential Post) কী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নকভি! সূত্র অনুযায়ী, এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হবে ১০ আগস্ট। কমিশন সূত্রে, উপরাষ্ট্রপতির জন্য মনোনয়নের শেষ তারিখ ১৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেফতুল্লা এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ উপরাষ্ট্রপতি পদের জন্য লড়াইয়ে রয়েছেন। আগামীকাল রাজ্যসভায় মেয়াদ শেষ হবে নকভির। কিন্তু বিজেপির পক্ষ থেকে তাঁকে অন্য পদের জন্য নির্বাচিত করা হয়নি। অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকারেও ছিলেন এই ব্যাক্তিত্ব। যে সরকারে একইভাবে কাজ করেছেন রাজনাথ সিংও।

আরও পড়ুন : অসহিষ্ণুতা,বিদ্বেষের বাতাবরণেও এই শহরে দুর্গাপুজোর প্রস্তুতিতে সামিল মুসলিমরা

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে শাসক দল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করার কথা ভাবছে। কিন্তু নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে যেভাবে মানুষের ক্ষোভের মুখে পড়েছে বিজেপি, তাতে গেরুয়া শিবিরের সিদ্ধান্ত নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। এদিন নকভি নিজের পদ থেকে সরে দাঁড়ালে, তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভবনা বেড়ে যায়। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

You may also like