Home Featured Nupur Sharma: নূপুর শর্মাকে সমর্থন জানাল মুসলিম ছাত্র, গ্রেফতার করে নিল পুলিশ

Nupur Sharma: নূপুর শর্মাকে সমর্থন জানাল মুসলিম ছাত্র, গ্রেফতার করে নিল পুলিশ

by Anamika Nandi
Nupur Sharma: নূপুর শর্মাকে সমর্থন জানাল মুসলিম ছাত্র, গ্রেফতার করে নিল পুলিশ

মহানগর ডেস্ক: রবিবার সন্ধ্যায় ভিওয়ান্ডির এক যুবককে বিজেপির (BJP) প্রাক্তন নেত্রীকে সমর্থন করার জন্য গ্রেফতার করেছে পুলিশ। ভিওয়ান্ডি ডিসিপি যোগেশ চৌহান জানিয়েছেন, ১৫৩-এ ধারায় মামলা দায়ের হয়েছে সাদ আনসারি নামে ওই যুবকের বিরুদ্ধে। প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যুবককে গ্রেফতার করেছি এবং তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকার কাছাকাছি পুলিশ মোতায়েন করা হয়েছে’।

পুলিশ সূত্রে, বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ওই যুবক। যারপরই তাঁর উপর ক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা। জানা গিয়েছে, তার বাড়িতে এসে তাকে মারধরও করা হয়েছে। একদিকে ভিওয়ান্ডি পুলিশ নবী মহম্মদ নিয়ে নূপুর শর্মার মন্তব্যের জন্য তলব করেছে তাঁকে। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের কথায়, ‘সম্প্রতি মিসেস শর্মাকে সমন পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে’।

আরও পড়ুন: রাহুল গান্ধী আসল রাম! শ্লোগান তুলল কংগ্রেস

প্রসঙ্গে নূপুর শর্মার আইনজীবী জানিয়েছেন, পুলিশের সামনে হাজিরা দেওয়ার জন্য আরো কিছুটা সময় লাগবে প্রাক্তন বিজেপি নেত্রীর। নবী মহম্মদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে মিসেস শর্মার বিরুদ্ধে। পাইধোনি থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছিল। আগামী ২৫ জুন তদন্তকারী কর্মকর্তাদের সামনে তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে। দল থেকে তাঁর প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হলেও, শান্ত করা যায়নি ইসলামিক দুনিয়াকে। তাঁর মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ।

You may also like