মহানগর ডেস্ক: শরদ পাওয়ারকে (Sharad Pawar) নিয়ে বিতর্কিত পোস্ট করে বিপাকে পড়েছেন মারাঠি অভিনেত্রী (Marathi Actress) কেতকি চিতালে। এবার সেই কেসে এসেছে নতুন মোড়। এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, মারাঠি অভিনেত্রী বোম্বে হাইকোর্টে (Bombay High Court) একটি নতুন পিটিশন দাখিল করেছেন। আবেদনে তিনি তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে উল্লেখ করেছেন। ১৫ মে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রধানকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট শেয়ার করেছিলেন কেতকি। যার পর পুলিশ আটক করেছিল তাঁকে। বৃহস্পতিবার তা বেআইনি বলে আদালতে পিটিশন দাখিল করেছেন অভিনেত্রী।
মূলত একটি কবিতার আকারে এনসিপি প্রধানের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন চিতালে। পরবর্তীতে জানা গিয়েছে, সেই কবিতা তাঁকে লিখে দিয়েছিল অন্য কেউ। যাতে লেখা ছিল, “নরক অপেক্ষা করছে। আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন”। মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর করা সেই পোস্ট। যার পরই হইচই পড়ে যায় চারিদিকে। ক্ষোভে ফেটে পড়েন এনসিপি কর্মীরা। তাদের কথায়, মহারাষ্ট্রে দলের শক্ত খুঁটি রয়েছে। সেখানে শিবসেনার সঙ্গে ক্ষমতার সমান অংশীদার এনসিপি।
আরও পড়ুন:অবশেষে শুভেন্দু-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার, যোগ দিতে পারবেন চলতি অধিবেশনে
পুলিশ সূত্রে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ৫০০ (হানাহানি), ৫০৫ (বিদ্বেষ উস্কে দেওয়ার মতো বিবৃতি তৈরি করা বা প্রকাশ করা) ১৫৩এ (মানুষের মধ্যে বৈষম্যের প্রচার) ও ৫০১ ধারায় মামলা রুজু হয়েছে। তবে এদিন অভিনেত্রীর কথায়, তাঁর সঙ্গে যা করা হচ্ছে সেটা বেআইনি। তাই বোম্বে হাইকোর্টে একটি নতুন পিটিশন দাখিল করেছেন তিনি।