Home Uncategorized NAIHATI GRP: ফের রাজ্যে উদ্ধার বিপুল টাকা, নৈহাটির জিআরপির হাতে গ্রেফতার যুবক

NAIHATI GRP: ফের রাজ্যে উদ্ধার বিপুল টাকা, নৈহাটির জিআরপির হাতে গ্রেফতার যুবক

by Arpita Sardar
naihati grp, rescue sixty lakh, arrested young boy

মহানগর ডেস্কঃ আবারও রাজ্যে বিপুল টাকা উদ্ধারের ঘটনা। প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হল এক যুবকের থেকে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে নৈহাটিতে। জানা যাচ্ছে, ধৃত ওই যুবকের নাম সোনকার। তার বয়স ২৪ বছর। অভিষেক টিটাগড়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে আপ কল্যাণী লোকাল থেকে নৈহাটিতে নামে ওই যুবক। সেই সময় সারপ্রাইজ চেকিং চলছিল। অভিষেকের হাবেভাবে সন্দেহ হয় পুলিশের। তখনই তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে জিআরপির তরফে উদ্ধার করা হয় প্রায় ৬০ লক্ষ টাকা। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পাশাপাশি কোথা থেকে তাঁর কাছে এত টাকা এল? কোথায় এত টাকা নিয়ে যাচ্ছিল সে তা নিয়েও জিজ্ঞাসাবাদও চলছে।

বিগত কয়েক মাস ধরেই এ রাজ্য টাকা উদ্ধার হওয়া নিয়ে বেশ উত্তাল। পকিছুদিন অন্তর অন্তর টাকা পাওয়া নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই রাজ্য। কয়েক মাস আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় কোটি কো্টি টাকা। টালিগঞ্জের পাশাপাশি তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায়। যদিও বারবারই অর্পিতা দাবি করেছেন এই বিপুল অঙ্কের টাকা তাঁর নয়। গোটা বিষয়টা আদালতের বিচারাধীন।

অন্যদিকে সম্প্রতি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে আমির খান নামক এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। অনলাইন বেআইনি গেমিং অ্যাপের জন্য তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এই দুই ঘটনায় রীতিমত তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। এরই মধ্যে এই ৬০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা ব্যাপক শোরগোল ফেলেছে গোটা রাজ্যে।

You may also like