Home Featured Namaz Prayer On Train : ট্রেনে নামাজ পড়ার ভিডিও ভাইরাল,রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন প্রাক্তন বিধায়ক

Namaz Prayer On Train : ট্রেনে নামাজ পড়ার ভিডিও ভাইরাল,রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন প্রাক্তন বিধায়ক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ট্রেন থেমেছে স্টেশনে। ব্যাগপত্র নিয়ে স্টেশনে নামার জন্য তাড়াহুড়ো শুরু হয়েছে। ঠিক তখনই দেখা গেল ট্রেন থেকে নামার রাস্তা আটকে নামাজ (Namaz Prayer On Train) পড়ছেন কয়েকজন। ফলে স্টেশনে নামতে গিয়ে থমকে গিয়েছেন যাত্রীরা। এমনই একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উত্তরপ্রদেশের (UP Ex MLA Deeplal Bharati) প্রাক্তন বিধায়ক দীপলাল ভারতী। অক্টোবরের কুড়ি তারিখে তোলা ভিডিও পোস্ট করে প্রাক্তন বিধায়ক জানিয়েছেন তিনি সত্যাগ্রহ এক্সপ্রেসে যাওয়ার সময় দেখতে পান স্টেশন ট্রেন থামার সময় যাত্রীদের রাস্তা আটকে নামাজ পড়ছেন চারজন।

জানান তিনি এই ভিডিওটি তুলেছেন। ওঁরা একটি স্লিপার কোচে নামাজ পড়ছেন। এ কারণে যাত্রীরা কেউ ট্রেন থেকে স্টেশনে নামতে পারেননি। তাঁর প্রশ্ন, কীকরে প্রকাশ্য স্থানে নামাজ পড়া সম্ভব। এটা ঠিক নয়। ভুল। তিনি আরও জানান ট্রেনের কোচের দুদিক থেকে দুজন মানুষ ওঠানামার রাস্তা আটকে নামাজ পড়ছেন। ফলে বাধার সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানিয়ে প্রাক্তন বিধায়ক রেলের কর্তাদের কাছে অভিযোগ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তবে উত্তরপ্রদেশে প্রকাশ্য স্থানে নামাজ পড়ার ঘটনা নতুন নয়। এর আগে লখনউয়ে একটি শপিং মলে নামাজ পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল।

এ বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশ্য স্থানে নামাজ পড়ার প্রতিবাদ জানিয়ে বেনারস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের দফতরে স্মারকলিপি জমা দিয়েছিল। তাঁরা দাবি করেন প্রকাশ্য স্থানে নামাজ পড়া নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য স্থানে নামাজ পড়া নিষিদ্ধ করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি জানান। চার বছর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর প্রকাশ্য স্থানে নামাজ না পড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বাড়িতে পড়ুন। তাঁর মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক হয়।

You may also like