মহানগর ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বরাবরই রাজনৈতিক দিক থেকে উত্তেজনাপূর্ণ একটি জায়গা। যেখান থেকে বারবারই রাজনৈতিক চাপানউতরের খবর মিলতে থাকে। এবার এই ভাঙড় – এরই বিধায়ক স্বয়ং নিজেই, আইনের রক্ষক পুলিশকে প্রকাশ্যে হুংকার দিলেন। নাম না করে থানার ওসিকে আক্রমণ নওশাদ সিদ্দিকির (Naoshad Siddique)।
সামনেই পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোটের আগেই রীতিমতো সরগরম হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। প্রকাশ্যে একের পর এক রাজনৈতিক দলকে আক্রমণ পর্ব, বাগযুদ্ধ চলছেই। এমন পরিস্থিতিতে এবার ভাঙড়ের কর্মিসভা থেকে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকির।
জনসভার মঞ্চ থেকে আইএসএফ বিধায়ক বলেন, ‘ট্রান্সফার নিয়ে যেখানেই চলে যান না কেন, মনে রাখবেন একদিন আপনাকে ভাঙড়েই ফিরিয়েই আনব। তখন রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে সারাদিন গাড়ি লক্ষ্য করে হাত দেখাবেন সেই সময়।’
যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। কেন হঠাৎ আইনের রক্ষককে উদ্দেশ্য করে এমন হুমকি দিলেন আইএসএফের এই বিধায়ক? তা এখনও স্পষ্ট নয়। তবে পঞ্চায়েত ভোটের মরসুমে বিধায়কের মুখ থেকে প্রকাশ্যে এমন মন্তব্য, রীতিমতো চাপ বাড়িয়েছে আইএসএফের।