Home Featured Gujarat Assembly Election: ভোট শুরুর আগেই টুইটে প্রচার মোদী-সিসোদিয়ার, উঠতে পারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ!

Gujarat Assembly Election: ভোট শুরুর আগেই টুইটে প্রচার মোদী-সিসোদিয়ার, উঠতে পারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ!

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সকাল থেকেই শুরু হয়েছে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) প্রথম দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবারের প্রথম দফায় ১৯ জেলার ৮৯ আসনে ভোট শুরু হয়েছে। সেই ভোট গ্রহণ পর্ব শুরুর মিনিট খানেক আগেই টুইট (Twitter) করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘সবাই ভোট দিন। রেকর্ড সংখ্যায় ভোট দিন।’ মূলত গুজরাতের এই ভোটে নতুন ৭৪ হাজার ভোটারদেরকে তিনি বিশেষভাবে ভোট প্রক্রিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন।

অন্যদিকে সেখানের প্রধান এক বিরোধী দল আপের পক্ষ থেকেও টুইট বার্তায় নাগরিক অধিকার প্রয়োগের কথা বলছেন, আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও (Manish Sisodia)। তিনি সরাসরি আপের নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য ব্যাবস্থা যারা গড়ে দেবে, ভোটটা তাদের দিন। অন্যদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়েছেন মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও।

আজ প্রথম দফার ভোট। নিয়ম বলছে, মঙ্গলবার বিকালের পর সেই প্রথম দফার আসনের আওতায় থাকা ভোটারদের প্রতি কোনও ধরনের আহ্বান জানানো যায় না। কিন্তু সে সবের তোয়াক্কা করেনি আপ নেতা বলে অভিযোগ। কিন্তু প্রধানমন্ত্রীর টুইট যেহেতু ভোটদানের হার বৃদ্ধির আহ্বান জানানো নিয়ে বলা হয়েছে, সেহেতু তা নিয়ম বিরুদ্ধ বলা যায় না। যদিও নির্বাচন কমিশনের প্রাক্তন কর্তা ও বিরোধীদের একাংশ বলছে, ভোট শুরুর মুখে প্রধানমন্ত্রী ওই টুইট করে নিজের এবং বিজেপির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভোটারদের। গুজরাতের ভোটে তিনিই বিজেপির মুখ। তবে আজ যেহেতু দ্বিতীয় দফার ভোট নেই, আর সেখানে প্রচারেও কোন বিধিনিষেধ নেই, তাই মোদী, সিসোদিয়াদের টুইট নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা বোকামো। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা।

You may also like