মহানগর ডেস্কঃ গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার। তার মধ্যেই দ্বিতীয় পর্যায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রচার। আর সেই প্রচারেই ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে বিঁধে এদিন মোদী বলেন, তিনি একজন রামভক্ত। আর তাঁকে গালাগাল করার জন্য রামায়ণকে টেনে আনার কারণ কী সেই বিষয় নিয়েই এদিন তিনি প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার গুজরাতের কলোল জেলায় ভোটের প্রচার করতে যান নরেন্দ্র মোদী। সেখানে আগাগোড়াই তাঁর বক্তব্যে তিনি নিশানা করেন কংগ্রেসকে। মূলত কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের ‘রাবণ’ মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এমনও জবাব দেন প্রধানমন্ত্রী।
গত সোমবার গুজরাটে নির্বাচনে গিয়ে প্রচার ব়্যালি থেকে মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখেই সকলকে ভোট দেওয়ার আবেদন জানায় BJP। উনি কি তবে ১০০ মাথার রাবণ নাকি?” কংগ্রেসের প্রেসিডেন্টের এই কটাক্ষের তীব্র সমালোচনা করে গেরুয়া শিবির। এবার এই নিয়ে পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদীও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেসের রামসেতু নিয়ে আপত্তি আছে। তিনি দাবি করেন প্রধানমন্ত্রী পদের অবমাননা করার জন্যই কংগ্রেসের মধ্যে রীতিমত প্রতিযোগিতা চলছে। তিনি জানান, তাঁকে গালাগাল করার জন্য কংগ্রেস রামায়ণ থেকে রাবণকে টেনে এনেছে। একজন দেশপ্রেমিক রামভক্ত ব্যক্তি সম্পর্কে কংগ্রেস এমনও বক্তব্য করেছে বলে জানান মোদী। তিনি আরও দাবি করেন, মানুষ যত কাদা ঘাঁটবে ততই পদ্মফুল ফুটবে
পাশাপাশি এদিন মোদী ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের এক নেতা তাঁর উদ্দেশে বলেছিলেন তিনি কুকুরের মত মরবেন বলেছেন বলে। আবার কোনও কোনও নেতা তাঁকে হিটলারের সঙ্গে তুলনা করাতেও তিনি রীতিমত ক্ষুব্ধ। তিনি দাবি করেন, গুজরাতের মানুষের তাঁর প্রতি আশীর্বাদ আছে। আর সেই আশীর্বাদেই কংগ্রেস পড়ে গেছে মহা চিন্তায়। মল্লিকার্জুন খাড়গের উদ্দেশ্যে মোদী বলেন, তিনি খাড়গেজিকে সম্মান করেন। অথচ খাড়গে জানেন না, গুজরাত রামভক্তদের রাজ্য। অথচ সেখানেই মোদিকে রাবণ বলায় কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।