Home Latest News Narendra Modi : রোজ তিনি দু থেকে তিন কিলো গালাগালি হজম করেন, তেলঙ্গানায় সভামঞ্চ থেকে কেসি রাওকে বিঁধলেন মোদী

Narendra Modi : রোজ তিনি দু থেকে তিন কিলো গালাগালি হজম করেন, তেলঙ্গানায় সভামঞ্চ থেকে কেসি রাওকে বিঁধলেন মোদী

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: তিনি রোজ দু থেকে তিন কিলো গালাগালি খান। ঈশ্বরের আশীর্বাদে ওটাই তাঁর শরীরে পুষ্টি হিসেবে কাজ করে। গালাগালিগুলোকে (Abuse) ইতিবাচকভাবেই গ্রহণ করেন তিনি। শনিবার তেলঙ্গনার (Telengana) সভামঞ্চ থেকে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যের মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের নাম না করে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ করার সময়ই এই মন্তব্য করেন তিনি। জানান, তেলঙ্গনায় আগে সেখানকার সাধারণ মানুষ. কোনওভাবেই পরিবার গুরুত্ব পাবে না। বেশ কিছুদিন ধরেই এই রাজ্যে নজর দিয়েছে বিজেপি। যেভাবেই হোক টিআরএসকে সরিয়ে সেখানে পদ্মফুল ফোটানোর জন্য মরীয়া হয়ে উঠেছে মোদী-শাহেরা। সম্প্রতি বিধায়ক কেনারও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

যদিও অতি সম্প্রতি উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে বেশ ভালো পরিমাণ ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপিকে বার্তা দেয় কেসি রাওয়ের টিআরএস। মাস দেড়েক আগে এই রাজ্যে জাতীয় কর্মসমিতির বৈঠক করে কেসি রাও শিবিরকে বার্তা দিয়েছিল গেরুয়া শিবির। যদিও তা গায়ে মাখতে রাজি নন মোদী-শাহর কট্টর বিরোধী কেসি রাও। শুরু থেকেই মোদীর সঙ্গে তিক্ত সম্পর্ক চলছে তাঁর। এর আগে তেলঙ্গনায় মোদী আসায় সরকারি প্রোটোকল অনুযায়ী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাননি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী। ভোট যতই এগিয়ে আসছে, ততই সেই ঝাঁঝ এখন আরও জোরালো হতে শুরু করেছে। শনিবার সেই ঝাঁঝই শোনা গেল প্রধানমন্ত্রীর ভাষণে। সভামঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারির সুরে মোদি বলেন, তাঁকে গালাগালি দিন, বিজেপিকে গালাগালি দিন। কিন্তু তেলঙ্গনার মানুষকে গালাগালি দিলে তার বড় মূল্য চোকাতে হবে। দলের কার্যকর্তাদের কাছে তাঁর অনুরোধ,কোনও কোনও মানুষ ভয়ে, কুসংস্কারের বশে তাঁকে গালাগালি দিচ্ছেন। তাঁর অনুরোধ তাঁদের চালে তাঁরা যেন বিভ্রান্ত না হন। কুসংস্কার নিয়ে কেসি রাওকেও বেঁধেন মোদী। কোথায় দলের দফতর হবে, কাকে মন্ত্রিসভায় নেওয়া হবে থেকে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কুসংস্কারকে গুরুত্ব দেওয়ায় কেসি রাওয়ের কুসংস্কারের প্রতি বিশ্বাসকেও নিশানা করেন তিনি।

You may also like