মহানগর ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় এবার কংগ্রেস এবং কেজরিওয়ালের আম আদমি পার্টি। নরেন্দ্র মোদীর স্পষ্ট দাবি, তাঁর বিরুদ্ধে কুৎসা করার জন্য এখন অন্য একটি দলকে পাশে নিচ্ছে কংগ্রেস শিবির। কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে সোনিয়া গান্ধীর ‘মওত কা সওদাগর’ মন্তব্যের কথাও ফের একবার মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী।
চলতি বছরের শেষের দিকে গুজরাত বিধানসভার নির্বাচন। আর নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ভোট বৈতরণী পার হতে বিরোধীদের পুরনো ভাষণকে ঢাল করতে পিছপা হচ্ছে না বিজেপি। কয়েকদিন আগেই গুজরাতের আপ নেতা গোপাল সিন্দলিয়ার একটি পুরনো ভাষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে নরেন্দ্র মোদীকে ‘নীচ মনের মানুষ’ বলে মন্তব্য করেন। নির্বাচনের ময়দানে এই ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে সরব হয় বিজেপি। প্রধানমন্ত্রীর সম্পর্কে এইরকম মন্তব্য গেরুয়া শিবির সহ্য করবে না, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার গুজরাতের জামকান্দোরানাতে একটি সভায় বক্তব্য রেখেছিলেন মোদী। আর তাঁর ভাষণে ঘুরে ফিরে আসে আপ নেতার ওই মন্তব্য। গত কয়েক বছর ধরে কংগ্রেস তাঁকে উদ্দেশ্য করে কু-মন্তব্য করে হাঁপিয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। এরপর সোনিয়া গান্ধীর নাম না করে তাঁর ‘মওত কা সওদাগর’ মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। গুজরাত হিংসার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন সোনিয়া গান্ধী।
একইসঙ্গে নির্বাচনী প্রচারে কংগ্রেসের মৌনতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতে আপ আসলে কংগ্রেসের B টিম হিসেবে কাজ করছে। পাশাপাশি বল্লভভাই প্যাটেলের মূর্তি কংগ্রেসের নেতারা পরিদর্শন করেছেন কিনা সেই প্রশ্নও তোলেন। যারা প্যাটেলকে সম্মান করেন না, তাঁদের স্থান গুজরাতে নেই বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে দেশে দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে একটা গোষ্ঠী তাঁর বিরুদ্ধে কথা বলবেই, নাম না করে বিরোধীদের এমন কটাক্ষ করেন মোদী।