Home Featured Narendra Modi: ব্রোঞ্জের অশোক স্তম্ভ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, উপস্থিত লোকসভার স্পিকার

Narendra Modi: ব্রোঞ্জের অশোক স্তম্ভ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, উপস্থিত লোকসভার স্পিকার

by Anamika Nandi
Narendra Modi: ব্রোঞ্জের অশোক স্তম্ভ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, উপস্থিত লোকসভার স্পিকার

মহানগর ডেস্ক: সোমবার নতুন সংসদ ভবনে ৬.৫ মিটার ব্রোঞ্জের জাতীয় প্রতীক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার সহ নমো। নয়া দিল্লিতে বর্তমান সংসদ ভবনের অদূরে তৈরি হচ্ছে নতুন ভবনটি। যার মাথায় বসছে এই অশোক স্তম্ভ। এদিন তারই উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, এটি তৈরিতে নয় মাস সময় লেগেছে।

সূত্র অনুযায়ী, সাড়ে ছয় মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি তৈরি হয়েছে ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে। সংসদ ভবনের সেন্ট্রাল ফয়ারের উপর এই প্রতীকটিকে বসানো হবে। জানা গিয়েছে, এত ভারী একটি জাতীয় প্রতীক সংসদ ভবনের মাথায় বসানোর জন্য আয়োজন করা হয়েছে সাপোর্টিং স্ট্রাকচার তথা সহায়ক পরিকাঠামোর। ইস্পাতের কাঠামোর উপর স্তম্ভটি বসানো হবে। যার ওজনও প্রায় ৬৫০০ কেজি। প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে, নতুন সংসদ ভবন চত্বরে এদিন পৌঁছে ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন মোদি।

আরও পড়ুন: বিভেদকামীদের ভিক্ষে আমরা চাই না: কুণাল

অশোক স্তম্ভটি নির্মাণের জন্য আটটি স্তরে কাজ চলেছিল। প্রথমে কম্পিউটার গ্রাফিক ইমেজ তৈরি করা হয়েছিল। তারপর সেটি দেখে মাটির মডেল বানানো হয়। পরবর্তীতে ব্রোঞ্জের মডেলটি তৈরি করা হয়েছে। একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ধাপে ধাপে স্কেচ থেকে জাতীয় প্রতীকের ব্রোঞ্জের মডেলটি তৈরি হয়েছে।

You may also like