Home Entertainment Nayanthara-Vignesh : সারোগেসি কন্ট্রোভার্সি নিয়ে অবশেষে মুখ খুললেন নয়নতারা-ভিগ্নেশ

Nayanthara-Vignesh : সারোগেসি কন্ট্রোভার্সি নিয়ে অবশেষে মুখ খুললেন নয়নতারা-ভিগ্নেশ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কয়েকদিন আগে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং তার স্বামী ভিগ্নেশ শেয়ার করেছিলেন অনুরাগীদের জন্য সুখবর। যমজ সন্তানের পায়ের ছবি দিয়ে সোশ্যাল মাধ্যমে জানিয়ে ছিলেন সারোগেসি পদ্ধতিতে মা বাবা হয়েছেন তারা। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়তে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে ছিলেন তাদের অনুরাগীরা। তবে সেই খবর ছাড়া বেশিদিন সুখকর হলো না দুজনের জন্য। খবর ছিল বিয়ের আগে সন্তান সম্ভবা হয়েছিলেন নয়নতারা। বিয়ের চার মাসের মধ্যে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ায় প্রশাসনের ক্ষোভের মুখে পড়েছেন তারা। এমনকি সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তামিলনাড়ু প্রশাসন।

শুধু তাই নয়, প্রশাসনের তরফ থেকে তাদের বাড়ি তল্লাশির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে কথা বলেছিলেন হেলথ মিনিস্ট্রি মা সুব্রামানিয়াম। তিনি জানিয়েছিলেন দুই প্রাপ্তবয়স্ক মানুষের সিদ্ধান্তে এভাবে প্রশাসনের হস্তক্ষেপ ঠিক নয়। তবে চুপ করে থাকলেও অবশেষে মুখ খুলেছে নয়নতারা ভিগ্নেস। সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন,’ তাদের দিকে নজর দাও যারা যত্ন করে। যারা সব সময় তোমার পাশে থাকে। যারা সবসময় চাই তোমার কিসে ভালো হবে। তারাই তোমার সত্তিকারের শুভাকাঙ্ক্ষী’। আরেকটি পোস্ট শেয়ার করে লিখেছেন,’ সবকিছুর একটা সঠিক সময়ে রয়েছে। ধৈর্য ধরো, হৃদয়বান হও’।

তাদের দুজনের এই পোস্ট বুঝতে কারোর বাকি থাকেনি প্রশাসনের উদ্দেশ্যে ঠুকে লেখা হয়েছে এই বার্তা।তবে যারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সোশ্যাল মাধ্যমে ধন্যবাদ জানাতে ভোলেননি নব দম্পতি।

You may also like