মহানগর ডেস্ক: শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিং খান। হাজার টালবাহানার পর আরিয়ান খান(Aryan Khan Drug Case)কে বেকসুর খালাস করে দিল এনসিবি। চার্জশিটে বলা হয়েছে শাহরুখ খানের ছেলের কাছ থেকে কোনওরকম মাদক পাওয়া যায়নি।
আরও পড়ুন, সল্টলেকে উদ্ধার মা ও মেয়ের জোড়া মৃতদেহ, সুইসাইড নোটের সঙ্গে মিলল নগদ ২০ হাজার টাকা
গত বছরের অক্টোবর মাসে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে(Aryan Khan Drug Case)। সেখানে তাঁর সঙ্গে তা্র দুই বন্ধুকেও তুলে আনা হয় এনসিবির দপ্তরে। বেশ কিছু দিন কারাগারে বন্দী থাকার পর অবশেষে ছাড়া পান তারকা সন্তান।
চার্জশিটে নাম নেই আরিয়ান সহ ছয়জনের। কারোও বিরুদ্ধে কোনও রকম তথ্য প্রমাণ মেলেনি। এনডিপিএস আইনের ধারা অনুযায়ী বাকি ১৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
Aryan Khan Drug Case
বিস্তারিত খবর আসছে