Home Featured Vice Presidential Election: উপরাষ্ট্রপতি পদের জন্য NDA প্রার্থী জগদীপ ধনখড়, ঘোষণা নাড্ডার

Vice Presidential Election: উপরাষ্ট্রপতি পদের জন্য NDA প্রার্থী জগদীপ ধনখড়, ঘোষণা নাড্ডার

by Anamika Nandi

মহানগর ডেস্ক: উপরাষ্ট্রপতি পদের (Vice Presidential Election) জন্য অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্যপালকেই বেছে নিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, কৃষক-পুত্র জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী।

আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে দেখা করেছেন বাংলার রাজ্যপাল। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে টুইট করে জানানো হয় সেই কথা। এর আগে গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপর শনিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের জন্য বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। যেখানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই জগদীপ ধনখড়কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯-এর জুলাইয়ে বাংলার রাজ্যপালের দায়িত্ব পাওয়ার পর থেকেই বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন জগদীপ ধনখড়। বিগত কয়েক বছর ধরেই তাঁর সঙ্গে সংঘাত চলছে বাংলা শাসক দলের। রাজভবনে এই নিয়ে নিয়মিত দরবারও বসে। তৃণমূলের দাবি, তিনি বিজেপির নেতার মতো আচরণ করেন। পাল্টা ধনখড় বলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে যা যা করা দায়িত্বের মধ্যে পরে, তাই পালন করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাকযুদ্ধ বা পত্রযুদ্ধ নতুন কিছু নয়। কখনও তাদের মধ্যে সৌজন্যের ছবি প্রকাশ্যে আসে, কখনও একজন আরেকজনকে কটাক্ষকর মন্তব্য করে থাকেন। সম্প্রতি দার্জিলিং-এ রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। এরপরই দার্জিলিং থেকে সোজা দিল্লি চলে যান বাংলার রাজ্যপাল। আজ জানা গিয়েছে, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “শ্রী জগদীপ ধনখড়জি আমাদের সংবিধান সম্পর্কে চমৎকার জ্ঞান রাখেন। তিনি আইন প্রণয়নের বিষয়েও সুপণ্ডিত। আমি নিশ্চিত যে তিনি রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন এবং জাতীয় অগ্রগতি আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে হাউসের কার্যক্রম পরিচালনা করবেন”।

You may also like