মহানগর ডেস্ক: ভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল!
নিউ দিল্লি টেলিভিশন তথা এনডিটিভি (NDTV) থেকে ইস্তফা (Resign) দিলেন স্বস্ত্রীক প্রণয় রায় (Prannoy Roy) ও রাধিকা রায় (Radhika Roy)। একইসঙ্গে সেই বোর্ড অফ ডিরেক্টর্সের পদে বসলেন গৌতম আদানির (Gautam Adani) প্রতিনিধি।
উল্লেখ্য, এনডিটিভি পরিচালনা করে আরআরপিআরএইচ নামের একটি সংস্থা। তারা সোমবার একটি বিবৃতি দিয়ে জানায়, চ্যানেলের প্রতিষ্ঠাতারা তাঁদের শেয়ার ক্রমশ ছেড়ে দিচ্ছেন সেটা কিনে নেওয়ার সিধান্ত নিয়েছেন আদানি গ্রুপ। এরপরই মঙ্গলবার আরআরপিআরএইচ প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে প্রণয় রায় ও রাধিকা রায়ের ইস্তফা গৃহীত হয়। এর ফলে এনডিটিভি এখন আদানিদের সংবাদমাধ্যম।বৈঠকে মুম্বই স্টক এক্সচেঞ্জকে বিবৃতি দিয়ে জানায়, বোর্ড অফ ডিরেক্টর্সে এসেছেন সঞ্জয় পুগালিয়া, সুদীপ্ত ভট্টাচার্য, এবং সেনথিল সিন্নিহা চেঙ্গালভারায়ান। সঞ্জয় পুগালিয়া হলেন আদানিদের মিডিয়া শাখার মাথা।
প্রসঙ্গত, গত অগস্টে জানা যায়, এনডিটিভির প্রায় ২৯ শতাংশ শেয়ার আদানি গোষ্ঠী কিনে নেয়, তার পরে আরও ২৬ শতাংশ শেয়ার কেনার ব্যাপারেও সদর্থক পদক্ষেপ নেন গৌতম আদানির মিডিয়া শাখা। যদিও সে সময় প্রণয় ও রাধিকা জানিয়েছিলেন, এসব ভিত্তিহীন খবর। তাঁদের না জানিয়েই শেয়ার হস্তান্তর হয়েছিল। এবং রায় দম্পতি এও দাবি করেছিলেন, সংসস্থার অধিকাংশ শেয়ার তাঁদের হাতেই থাকবে। কিন্তু কর্পোরেট মহল অন্য কথা বলছিল, আদানিদের হাতে চলে আসছে এনডিটিভির ছড়ি, সেটা এবার সত্যি হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, সংবাদমাধ্যমের কর্পোরেটাইজেশন বলে যে কথা বেশ কয়েক দশক ধরে ঘোড়া ফেরা করছিল, তার প্রকৃত প্রমাণ এনডিটিভি আদানিদের হাতে চলে যাওয়া। সেইসঙ্গে প্রণয় রায়কে যেহেতু টেলিভিশন সাংবাদিকতার প্রাণ পুরুষ বলা হত তার ভোট বিশ্লেষণ, বুথ ফেরত সমীক্ষা-সহ একাধিক আঙ্গিকে টেলিভিশন সাংবাদিকতায় বিবর্তন এনে নতুন ঘরানা তৈরি করেছিলেন।এনডিটিভিকেও পৃথক পরিচিতিসত্ত্বা উপহার দেন নিজের সৃজনশীল সাংবাদিকতার ছোঁয়ায়। ফলে প্রণয় রায় ও তাঁর স্ত্রী এর এই ইস্তফাকে একটি যুগের শেষ হিসেবেই দেখছেন তাঁর সমসাময়িক সাংবাদিকরা।