মহানগর ডেস্ক: দাউ দাউ করে জ্বলছে আগুন (Fire), তাতেই একের পর এক ঝলসে যাচ্ছে দোকান। পাকিস্তানের (Pakistan) ইসলামাবাদের সান্ডে বাজার সাত নম্বর গেটের কাছে এই বিধ্বংসী আগুনে প্রায় ৩০০ দোকান ঘর ভস্মিভূত হয়ে যায়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
সূত্রের খবর, ইসলামাবাদের সান্ডে বাজার মানেই বহু মানুষের ভিড়। সকাল নাগাদ বাজারের সাত নম্বর গেটের কাছে ধোঁয়া দেখে চেঁচামেচি শুরু কর দেয় স্থানীয়রা। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের অনুমান, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন বিধ্বংসী রূপ নেয়। লেলীহান শিখা গ্রাস করে একের পর এক দোকান ঘর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩০০ দোকান ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে।
পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পাকিস্তান বায়ু সেনার দুটি দমকল সহ আরও ১০টি ইঞ্জিন। কিন্তু আগুন এতটাই রণমূর্তি ধারণ করে, তা আয়ত্তে আনতে বেশ ভালো রকম বেগ পেতে হয় দমকলকর্মীদের।
ঘটনার পর ওই বাজার এলাকা সংলগ্ন সব রাস্তা কিছুক্ষণের বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। বন্ধ করা হয় এলাকার যান চলাচলও। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে তৎপর হয়েছে জেলার প্রশাসন।