নিজস্ব প্রতিনিধি, মালদা: করোনার পর এবার দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আর সেই ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক এবার জিয়াগঞ্জবাসি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হাইস্কুল পাড়ার বাসিন্দা বছর নুরুল ইসলাম। কালুখালী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নুরুল ইসলাম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জে।
জিয়াগঞ্জ-অজিমগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক ও স্থানীয় সূত্রে খবর, প্রায় মাসখানেক ধরে তিনি বাইরে থাকতেন। জিয়াগঞ্জের বাড়িতে তেমন আসতেন না।বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দুমাস আগে তিনি বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন। তারপর ফিরে এসেছিলেন নিজের বাড়িতে। সেখানে জানা যায় তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু আবারও জানা যায় তিনি বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু কী কারণে তা আজ জানা গেল যে, তিনি ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা সংক্রমিত।