Home Featured Eknath Shinde: ‘ক্ষমতার লোভে বালাসাহেবের আদর্শের সঙ্গে বেইমানি নয়’, টুইট শিন্ডের

Eknath Shinde: ‘ক্ষমতার লোভে বালাসাহেবের আদর্শের সঙ্গে বেইমানি নয়’, টুইট শিন্ডের

by Anamika Nandi
Eknath Shinde: 'ক্ষমতার লোভে বালাসাহেবের আদর্শের সঙ্গে বেইমানি নয়', টুইট শিন্ডের

মহানগর ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে জোর চর্চা চলছে মন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) নিয়ে। এরপর দলের পরিষদীয় মন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে তাঁকে। অবশেষে মুখ খুলেছেন উদ্ধব ঠাকরে সরকারের (Uddhav Thackeray Government) সেই মন্ত্রী। তাঁর বক্তব্য, “আমরা বালাসাহেবের অনুগত সৈনিক। বালাসাহেব আমাদের হিন্দুত্ব শিখিয়েছেন। কোনদিনও ক্ষমতার লোভে সেই আদর্শের সঙ্গে বেইমানি করতে পারি না। কখনও ধরমবীর আনন্দ দিঘেসাহেবের শিক্ষাকে ঠকানোর ভাবনা আসে নি”।

একদিকে সংকটের মুখে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। দফায় দফায় বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এখন শিন্ডেকে শিবসেনার পরিষদীয় মন্ত্রীর পদ থেকে সরিয়ে, সেই জায়গা দেওয়া হয়েছে অজয় চৌধুরীকে। তিনি সেওয়ারিয়ার বিধায়ক। এদিকে জানা গিয়েছে, হাত শিবিরের পাঁচ বিধায়ককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যসভার নির্বাচনের মতো বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছে মহারাষ্ট্রের শাসক দল। ১০ টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে বিজেপি।

আরও পড়ুন: আলিয়াকে ভুলে শ্রদ্ধার প্রেমে মজলেন রণবীর !সবার সামনে হাঁটুমুড়ে করলেন প্রেম নিবেদন

আর তারপরই সুরাটের একটি হোটেলে একনাথ শিন্ডে ও তাঁর সঙ্গে কিছু বিধায়কের আশ্রয় নেওয়ার খবর প্রকাশ্যে আসে। নারায়ন রানে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিন্ডে সহ ১৯ জন শিবসেনা বিধায়কের সঙ্গে হাত শিবিরের ৫ বিধায়ক রয়েছেন সুরাটে। যদিওবা তা নাকচ করেছেন এনসিপি’র মুখপাত্র মহেশ তাপসে। শোরগোল পড়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে কমলনাথকে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, উদ্ধব ঠাকরে সরকারকে একমাত্র বাঁচাতে পারে শরদ পাওয়ারই। অন্যদিকে এনসিপি সভাপতি বলেছেন, সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বের করবেন কোনও না কোনও সমাধান। তাঁর বক্তব্য, আড়াই বছরে এই নিয়ে তৃতীয় বার ষড়যন্ত্র হয়েছে। এদিকে বালাসাহেবের শেখানো হিন্দুত্বের সঙ্গে কখনও বেইমানি করবেন না বলে, জানিয়েছেন উদ্ধব ঠাকরে ক্যাবিনেটের মন্ত্রী শিন্ডে।

You may also like