Home Entertainment New Serial : স্লট-ছাড়া নাকি শেষ! সোহাগ জল ধারাবাহিকের সম্প্রচারের সময় দেখে মাথায় হাত উর্মি-সাত্যকি ভক্তদের

New Serial : স্লট-ছাড়া নাকি শেষ! সোহাগ জল ধারাবাহিকের সম্প্রচারের সময় দেখে মাথায় হাত উর্মি-সাত্যকি ভক্তদের

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : জি বাংলার পর্দায় সোহাগ জল ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধতে চলেছে শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা। সিরিয়ালের প্রমো সামনে আসতে নজর কেড়েছিল প্রত্যেকের। একদম অন্য ধারার গল্প হাসতে চলেছে এমনটাই মনে হয়েছিল প্রত্যেকের। কিন্তু ঠিক কোন সময় এই ধারাবাহিক সম্প্রচার করা হবে সেই নিয়ে ছিল প্রশ্ন। ইতিমধ্যে নিম ফুলের মধু শুরু হচ্ছে জি বাংলাতে। মিঠাইয়ের জায়গায় সম্প্রচার করা হবে নিম ফুলের মধু। নিজের জায়গা ছাড়তে হয়েছিল মিঠাইকে। এবার আরেকটি ধারাবাহিকের সম্প্রচারের সময় নিয়ে জল্পনা ছিল শুরুর থেকে।

অবশেষে সামনে এলো সোহাগ জলের সম্প্রচারের সময়। ২৮শে নভেম্বর থেকে রাত নটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আর এটা দেখেই মাথায় হাত উর্মি সাত্যকিকে ভক্তদের। তাহলে কি শেষ হতে চলেছে এই পথ যদি না শেষ হয়? প্রতিপক্ষ চ্যানেলের এক্কা দক্কার সঙ্গে লড়াইতে শুরু থেকেই এঁটে উঠতে পারেনি এই ধারাবাহিক। তাহলে কি এবার কোপ পড়ল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের ওপর? যদিও টলিপাড়ায় গুঞ্জন ছিল শেষের পথে এই ধারাবাহিক। এই নিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেনি ধারাবাহিকের কেউ। হতে পারে আরও রাতের দিকে সময় দেওয়া হবে এই ধারাবাহিককে।

দূরে গিয়েও কাছে আসার গল্প সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার নয়া ধারাবাহিক ‘সোহাগ জল’। প্রেম বা বিয়ে নয়, বরং শুভ্র আর জয়ীর বিয়ে ভাঙা দিয়ে শুরু এই গল্প। নিজের হাতে সাজানো সংসার ছেড়ে চলে যাচ্ছে শুভ্রর স্ত্রী। যেতে চায় না জয়ী, তবুও চলে যেতে হচ্ছে থাকে। কেমনভাবে ফের এক হবে দুজনের পথ? সেই নিয়েই এগোবে ‘সোহাগ জল’-এর গল্প। হানি বাফনাকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার ‘গ্রামের রাণি বাণীপানি’তে। অন্যদিকে ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার পর দেবের সঙ্গে ‘প্রজাপতি’ সিনেমার শ্যুটিং সেরেছেন শ্বেতা। ‘সোহাগ জল’-এর হাত ধরে ফের ছোটপর্দা ফিরছেন শ্বেতা। হানি-শ্বেতার রসায়ন টিআরপি তালিকায় কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখবার। তবে রাধিকা-পোখরাজের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই যায়।

You may also like