Home Featured Shashi Tharoor: শশী থারুরের ডিকশিনারিতে ফের নতুন শব্দ, মজা ওড়ালো সোশ্যাল মিডিয়া

Shashi Tharoor: শশী থারুরের ডিকশিনারিতে ফের নতুন শব্দ, মজা ওড়ালো সোশ্যাল মিডিয়া

by Anamika Nandi
Sashi Tharoor: শশী থারুরের ডিকশিনারিতে ফের নতুন শব্দ, মজা ওড়ালো সোশ্যাল মিডিয়া

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই শশী থারুর (Sashi Tharoor) এমন কিছু শব্দ ব্যবহার করে থাকেন যা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ফের একটি নতুন শব্দ ব্যবহার করেছেন কেরালার কংগ্রেস সাংসদ। টুইটারে ‘Algospeak’ নামে নতুন শব্দ ব্যবহার করেছেন তিনি। মূলত সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বেশ কয়েকটি শব্দ নিয়ে তৈরি একটি তালিকা প্রকাশ করে লোকসভার সচিবালয়। বলা হয়, অধিবেশন চলাকালীন এই শব্দগুলি কোনওভাবেই ব্যবহার করা যাবে না। এহেন পরিস্থিতিতে নতুন শব্দ তৈরি করেছেন থারুর।

টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘Algospeak হল বিশেষ্য। ইতিমধ্যেই তাঁর তৈরি শব্দকে নিয়ে মজা উড়িয়েছেন অনেকে। নেটমাধ্যমে একজন লেখেন, স্কুল জীবনে রোলকলের সময় আমি প্রেজেন্ট প্লিজ বলতাম না। উল্টে নট অ্যাবসেন্ট বলে মজা করতাম। অনেকে আবার বলেছেন, অধিকাংশ সময় দেখা যায় লোকসংস্কৃতির মধ্যে লুকিয়ে রয়েছে বহু নতুন শব্দের শিকড়। তবে শহরাঞ্চলের ছেলেমেয়েরা এই ধরনের নতুন নতুন শব্দ বেশি ব্যবহার করে। পরবর্তীকালে তা ছড়িয়ে পরে গ্রামাঞ্চলে।

বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় শব্দের ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে। অনেক সময় আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ তুলে ইউজারের অ্যাকাউন্ট ব্লক করে দিতে বলা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। এদিকে নতুন শব্দ তৈরি নিয়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনামে এসেছেন শশী থারুর।

গত মে-তেই ‘Doomscrolling’শব্দবন্ধু ব্যবহার করেন তিনি, এর আগে রেলমন্ত্রকে সমালোচনা করতে গিয়ে ‘Quomodocunquize’ শব্দের ব্যবহার করেছিলেন তিনি। যার অর্থ নিরন্তর ভাবে বাজে খবর পড়ে যাওয়া। ফের আবার তাঁর ডিকশিনারিতে একটি নতুন শব্দ যুক্ত হয়েছে। যার ব্যাকরণগত অর্থ তিনি পরিষ্কার করে দিলেও, তাঁকে নিয়ে মজা ওড়াতে ছাড়েনি নেটিজেনরা।

You may also like