Home International New York: দীপাবলি উপলক্ষে নিউইয়র্কেও বন্ধ থাকবে বিদ্যালয়, বড় ঘোষণা সরকারের

New York: দীপাবলি উপলক্ষে নিউইয়র্কেও বন্ধ থাকবে বিদ্যালয়, বড় ঘোষণা সরকারের

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: ভারতীয় সম্প্রদায়ের (INDIAN) জন্য বড় সিদ্ধান্ত নিল নিউইয়র্ক (New York) সরকারের। বহুদিন ধরেই দীপাবলিতে (Diwali) বিদ্যালয় ছুটি দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল ভারতীয় বংশোদ্ভতরা। এবার সেই দাবিতেই সম্মতি জানাল প্রশাসন। জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে দেশের সমস্ত স্কুল বন্ধ থাকবে দীপাবলি পালনের জন্য। যুক্তরাষ্ট্রের সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি প্রবাসী ভারতীয়রা।

এদিন দীপাবলি উপলক্ষে সরকারি বিদ্যালয়গুলির ছুটির কথা ঘোষণা করে নিউইয়র্কের মেয়র বলেন, গত কয়েক বছর ধরেই ভারতীয় সম্প্রদায়ের তরফ থেকে দীপাবলি উপলক্ষে স্কুলগুলিতে ছুটি ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছিল। এ বিষয়ে অবশেষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর থেকে নিউইয়র্কের সমস্ত স্কুলগুলোতে দীপাবলীর ছুটি দেওয়া হবে। তবে খোলা থাকবে সমস্ত সরকারি প্রশাসনিক অফিস-কাছারি।

নিউইয়র্ক শহরে বরাবরই দীপাবলি খুব জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। ভারতীয়দের সঙ্গে ওদেশের নাগরিকরা সকলে মিলে একত্রে অংশগ্রহণ করেন আলোর উৎসবে। চলতি বছরে নিউইয়র্ক সরকারের এই সিদ্ধান্তের ফলে মনে করা হচ্ছে, আরও বেশি করে গুরুত্ব বেড়ে গেল এই দিনটির। বিশেষ করে ভারতীয়দের সংস্কৃতিক অনুষ্ঠান খাতায়-কলমে ওদেশের জাতীয় ছুটি হিসেবে বিদ্যালয়গুলিতে স্বীকৃতি পাওয়া, ভারতীয় বংশোদ্ভূতরা নতুন করে মর্যাদা পেয়েছেন বলেই মনে করছেন।

You may also like