Home International NEWZEALAND: গরুর পেটে গ্যাস হলেই জরিমানা দিতে হবে কৃষককে

NEWZEALAND: গরুর পেটে গ্যাস হলেই জরিমানা দিতে হবে কৃষককে

by Arpita Sardar
newzealand, green house gas, cow gas, farmer charges

মহানগর ডেস্কঃ এখন থেকে গরুর পেটে গ্যাস জমলে সেই গ্যাস নিঃসরণ হলেই আর নেই রক্ষে। সঙ্গে সঙ্গে কর বা বলা ভাল জরিমানার আওতায় পড়বেন কৃষক। সম্প্রতি এমনই নিয়ম চালু করা হল নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে। এই জরিমানার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে, গরুর পেটে গ্যাস জমলে তা মলদ্বার বা হেঁচকির মাধ্যমে বাইরে বেরিয়ে এলে বাড়ে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ। এই গ্রিন হাউজ গ্যাস পৃথিবীর জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। সেই ব্যবস্থা থেকে পৃথিবীকে বের করার জন্য নিউজিল্যান্ড সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদিক্ষেপ করল দক্ষিণ গোলার্ধের এই দেশ।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিনডা আরডেন। তিনি জানান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০২৫ সালের মধ্যে কৃষিক্ষেত্রে একাধিক সংস্কার আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত তারই প্রথম পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নিউজিল্যান্ড সরকারের দাবি, প্রায় ৬২ লক্ষ গরু প্রাকৃতিক ভাবে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ করে থাকে। গোমূত্রে থাকে নাইট্রাস অক্সাইড। এছাড়া মলদ্বার দিয়ে গরু যে গ্যাস নিঃসরণ করে তাতে মিথেন গ্যাস থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই অবস্থায় কৃষকদের সচেতন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে।

এই গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমাতে গরুর খাদ্যাভ্যাসের দিকে কৃষকদের নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওই দেশের সরকারের তরফে। পাশাপাশি কৃষকদের পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার ও উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ২০২৫-এর মধ্যে কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য প্রস্তাবিত পরিকল্পনায় কৃষকদের সার ব্যবহারের ক্ষেত্রেও কর এবং লেভি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার।

WMO(WORLD METEOROLOGICAL ORGANISATION) এর রিপোর্ট অনুযায়ী বর্তমান পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ মাত্রা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ বিপুলভাবে না কমালে আর রক্ষে নেই। তাই এমন সিদ্ধান্ত নিতে উদ্যোগী হয়েছে নিউজিল্যান্ড।

You may also like