Home Featured NIA Report: দক্ষিণ বঙ্গ জুড়ে বিস্ফোরক বানাচ্ছে মাওবাদীরা! রিপোর্টে দাবি এনআইএ’‌র

NIA Report: দক্ষিণ বঙ্গ জুড়ে বিস্ফোরক বানাচ্ছে মাওবাদীরা! রিপোর্টে দাবি এনআইএ’‌র

by Arpita Sardar

মহানগর ডেস্ক: যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই বঙ্গের একাধিক জায়গা জুড়ে বোমা–গুলি–বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। তখনই বিরোধী শিবির থেকে প্রশ্ন উঠতে শুরু করে, এগুলি গালা আসছে কোথা থেকে?‌ এবার তার উত্তরে বিস্ফোরক তথ্য দিচ্ছে এনআইএ। এই আগ্নেয়াস্ত্র থেকে বিস্ফোরক বানাচ্ছে করছে মাওবাদীরা। একটি পুরনো মামলার তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ’‌র গোয়েন্দারা। এমনকী সেই তথ্যের উপর ভিত্তি করে ইতমধ্যেই একটি রিপোর্ট নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছে এনআইএ।

ঠিক কী উল্লেখ রয়েছে রিপোর্টে?‌
নয়াদিল্লিতে পাঠানো রিপোর্টে এনআইএ দাবি করেছে, নদিয়া জেলা এবং বাংলা–বিহার সীমান্ত কিষানগঞ্জেই আগ্নেয়াস্ত্র এর পাহাড় বানাচ্ছে মাওবাদীরা। আর সেগুলিই চারিদিক জুড়ে পাচার হচ্ছে। সিপিআই (মাওবাদী) দলের স্কোয়াড সদস্যদের আইইডি, ল্যান্ডমাইনের মতো বিস্ফোরক তৈরিরও প্রশিক্ষণ দেওয়া হয়। যেমনটা লালগড় আন্দোলনের সময় জঙ্গলমহলের মাওবাদীরা করত। কিন্তু কিষেণজির মৃত্যুর সঙ্গেই বাংলায় মাওবাদী অস্ত্র এবং বিস্ফোরক তৈরির কাজে ছেদ পড়ে। কিন্তু এতদিন পর তারা আবার নতুন করে সুপ্ত আগ্নেয়গিরি থেকে জীবন্ত হয়ে রাজ শুরু করে দিয়েছে বলে দাবি এনআইএ’র গোয়েন্দাদের।

রিপোর্টে আরও জানানো হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার সহ কয়েকটি জেলাতে মাওবাদীরা বংশ বিস্তার করছে। সম্প্রতি ‘মাওবাদী নেত্রী’ জয়িতা দাসকে কলকাতা পুলিসের এসটিএফ শাখা ও অসমের ‘মাওবাদী নেতা’ নির্মাণকেও এনআইএ নদিয়া থেকে গ্রেফতার করে।জেরায় তাদের থেকেই উদ্ধার হয় এরাজ্যে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির গোপন তথ্য। তারপরই তদন্তে নেমে যা যা প্রমাণ পেয়েছে গোয়েন্দারা সেটাই রিপোর্ট এর আকারে সামনে এনেছে এনআইএ।

প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে অসমে ধৃত প্রবীণ মাওবাদী নেতা কাঞ্চনদার সঙ্গে গ্রেফতার হন অর্জুন। তাঁকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে, জঙ্গলমহল ছাড়া নদিয়ার বার্নিয়া, মুর্শিদাবাদের নওদা, বারাসতের শাসন, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় মাওবাদীরা গোপন আস্তানা তৈরী করছে। এই সূত্র ধরেই বর্তমানে পুনরায় তাদের আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির কাজের কথা জানতে পেরেছে গোয়েন্দারা।

You may also like