Home Entertainment Nick Jonas : হু হু করে কমে যাচ্ছে ওজন, ভয়াবহ রোগে আক্রান্ত প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস

Nick Jonas : হু হু করে কমে যাচ্ছে ওজন, ভয়াবহ রোগে আক্রান্ত প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ওজন কমে যাচ্ছে নিক জোনাসের। সেই সঙ্গে শরীরে আসছে ক্লান্তি। নিজেই জানিয়েছিলেন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী এবং পপ তারকা নিক জনাস নিজেই জানিয়েছেন তার অসুস্থতার কথা। টাইপ এক ডায়াবেটিসে আক্রান্ত তিনি। ডায়াবেটিস মূলত দু ধরনের হয় টাইপ ওয়ান এবং টাইপ টু। প্রথম ধরনের ডায়াবেটিসে আক্রান্ত তিনি। তবে এটি মূলত জিনগত সমস্যার কারণে হয়ে থাকে। বেশি দেখা যায় অপ্রাপ্তবয়স্কদের মধ্যে।

তবে এই ধরনের ডায়াবেটিসের পার্থক্য অনেকেই জানেন না। তাই নিজেই অনুরাগীদের জন্য খোলসা করে জানালেন যাবতীয় সিমটমের কথা। টাইপ ওয়ান ডায়াবেটিসকে অটোইমিউন রোগ বলা হয়। অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবার ফলে শরীরে ইনসুলিন উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যায়। এবং টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে অগ্নাশয় অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু শরীরে ইনসুলিন গ্রহণে বাধা দেয়। অর্থাৎ ইনসুলিনের পূর্ণ ব্যবহার করতে অক্ষম হয়ে যায় শরীর।

নিক নিজেই তার ইনস্টাগ্রামে জানিয়েছেন কোন কোন উপসর্গ দেখে সতর্ক হতে পারেন কি ধরনের ডায়াবেটিস আপনার হয়েছে।

প্রথমত বারবার গলা শুকিয়ে আসা এবং অতিরিক্ত জ্বলতেস্টা পাওয়া, দ্বিতীয়তঃ হঠাৎ করে ওজন কমতে শুরু করা, তৃতীয়ত ঘনঘন প্রস্রাবের বেগ আসা, চতুর্থ তো সবসময় ক্লান্তি অনুভব করা এবং সারাক্ষণ বিরক্তিভাব। মূলত এই উপসর্গগুলি দেখলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে নিক এবং মেয়ে মালতীর সঙ্গে একটি ছবি দিয়েছেন। বেশ কয়েকদিন আগে মেয়েকে নিয়ে ভারত সফরে এসেছিলেন প্রিয়াঙ্কা। যদিও ছুটি কাটিয়া আপাতত ফিরে গিয়েছেন লস এঞ্জেলসের বাড়িতে।

You may also like