Home Entertainment Nick-Priyanka : দেশি অবতারের নিক জোনাস, ‘দেশি গার্লের’ সঙ্গ কাটালেনন দীপাবলি

Nick-Priyanka : দেশি অবতারের নিক জোনাস, ‘দেশি গার্লের’ সঙ্গ কাটালেনন দীপাবলি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস এমন এক জুটি যারা শিখিয়েছে ভালোবাসা সত্যি হলে বয়স কেবল একটি সংখ্যা। তাদেরকে মাইলফলক মেনে নতুন সম্পর্কে পা বাড়ান অনেকে। তবে বিদেশিকে বিয়ে করেও নিজের দেশের প্রতি ভালোবাসা এতোটুকু ভোলেননি প্রিয়াঙ্কা। তার ইনস্টাগ্রামে চোখ রাখলে এমন ছবি মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। সম্প্রতি যেমন সুদূর আমেরিকাতে বসে নিজের বাড়িতে একেবারে ভারতীয় ঢঙে পালন করলেন মহা লক্ষ্মীর পুজো।

দুধসাদা ভারতীয় পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা-নিক। প্রিয়াঙ্কা পড়েছিলেন সাদা ব্রালেট টপ-কামিজ এবং নিক পড়েছিলেন সাদা পাঞ্জাবি। বাদ যায়নি কোলের একরত্তি মালতি। বাবা মায়ের মত সেও সেজেছিল অফ হোয়াইট পোশাকে। তিনজনে মিলে আরাধনা করেছেন মহালক্ষ্মীর। আর সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। লস অ্যাঞ্জেলসের বাড়িতে বসে স্বপরিবারের এই ছবি নেট দুনিয়াতে আসতে চূড়ান্ত ভাইরাল।

শুধু তাই নয়, এবছর প্রথম দীপাবলি অনুষ্ঠান পালন করবে মালতি। সেই উত্তেজনার খবর শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তিনজনের ছবি শেয়ার করলেও স্বাভাবিকভাবে মেয়ের সুরক্ষার জন্য মুখের সামনে একে দেওয়া হয়েছে ইমোজি। উল্লেখ্য এর আগে প্রিয়াঙ্কা দীপাবলিতে আমন্ত্রণ জানিয়েছিলেন জেনিফার রাজকুমারকে।তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য। এবং তিনি সদস্য হওয়ার পরেই জানিয়েছিলেন আগামী বছর থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলিতে দীপাবলীর ছুটি দেওয়া হবে।

You may also like