Home Featured NIRMAL MAJI : নার্সিং এবং ফার্মেসি কাউন্সিল থেকে বাদ গেল নির্মল মাজি-র নাম

NIRMAL MAJI : নার্সিং এবং ফার্মেসি কাউন্সিল থেকে বাদ গেল নির্মল মাজি-র নাম

by Arpita Sardar
nirmal maji, pharmacy council, nursing council, tmc mla

মহানগর ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরে আটকে ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের নির্বাচন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের নির্বাচন সংগঠিত হয়। সেই অনুযায়ীই বহুদিন পরে গঠিত হল কাউন্সিলের কমিটি। এক্ষেত্রে নির্বাচিত সদস্যদের মধ্যে তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং বিধায়ক চিকিৎসক নির্মল মাজিকে মনোনীত সদস্য করা হয়েছে বলে খবর। যদিও অন্যদিকে অন্যান্য যে কাউন্সিলগুলিতে নির্মল মাজি ছিলেন মনোনীত প্রতিনিধি, সেখান থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে সরকারের তরফে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছিল। সূত্রের খবর, রাজ্যের ডেন্টাল, ফার্মেসি এবং নার্সিং- এর মত কাউন্সিলগুলিতে মনোনীত প্রতিনিধিদের পাঠানো হয়ে থাকে। অতিতে নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধি পদে নিযুক্ত ছিলেন নির্মল মাজি। বর্তমানে ওই দুটি পদ থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এক্ষেত্রে তাঁর বদলে নার্সিং কাউন্সিলরের মনোনীত প্রতিনিধি অভীক দে এবং ফার্মেসি কাউন্সিলরের মনোনীত প্রতিনিধি সৌরভ পাল। পাশাপাশি ডেন্টাল কাউন্সিলে প্রতিনিধি পদে নিয়ে আসা হয়েছে খগেন মাহাতোকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচন হওয়ার পরে রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের সভাপতি পদে নিয়ে আসা হয়েছে চিকিৎসক সুদীপ্ত রায়কে এবং সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সুশান্ত রায়।

শান্তনু সেন এবং নির্মল মাজিকে মনোনীত সদস্য করা হলেও অন্য কোনও স্থানে তাঁদের জায়গা হয়নি বলেই জানা যাচ্ছে। সেই প্রসঙ্গে চিকিৎসক সুদীপ্ত রায় জানান, চিকিৎসা ক্ষেত্রে ক্রমাগত উন্নয়ন করা হয়ে চলেছে। পাশাপাশি তাঁর দাবি, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর সেহেতু কাউন্সিলে নতুনদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

You may also like