মহানগর ডেস্ক: বিজেপির আঁচল ছাড়লেন নীতীশ কুমার (Nitish Kumar)। বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হয়েছে। বিজেপির জোট ছেড়ে বেড়িয়ে এসেছে জেডিইউ। রাজ্যের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ কুমার, দাবি বিজেপির (BJP) বিহার ইউনিটের।
পাটনায় এক সংবাদ সম্মেলনে বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল বলেছেন, “বিহারের মানুষ কখনও ক্ষমা করবে না নীতীশ কুমারকে। আমরা ২০২০ সালের নির্বাচনে এনডিএ-র অধীনে একসঙ্গে লড়াই করেছি। বেশি আসন জিতেছি। নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর দায়ভার দেওয়া হয়েছিল। আজ যা হয়েছে তা, রাজ্যের জনগণ সহ বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা”।
আজ, মঙ্গলবার বিকেল চারটায় রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন মিস্টার কুমার। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব সহ অন্যান্য নেতারা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারে দলের বড় মুখ গিরিরাজ সিং জানিয়েছেন, তাঁর দল জোট ধর্ম অনুসরণ করে। জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত একান্ত নীতিশ কুমারের। জোটের মর্যাদা আমরা সব সময় বজায় রেখেছি।
জানা গিয়েছে, জোট ভাঙতেই বিহারের শীর্ষ বিজেপি নেতৃত্বরা উড়ে যাচ্ছেন পাটনায়। তাঁদের মধ্যে থাকবেন সুশীল কুমার মোদি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদও। গেরুয়া শিবিরকে দ্বিতীয় বার ডাম্প করার সিদ্ধান্ত নেওয়ার আগে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেছিলেন নীতীশ কুমার। পদত্যাগ পত্র জমা দেওয়ার পর তিনি বলেছেন, “দলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। এবার জেডিইউ -র সঙ্গী কে? মহারাষ্ট্রের পর নয়া নাটক বিহারে।