মহানগর ডেস্ক: পয়গম্বর বিতর্কে একাধিক মামলা দায়ের হয়েছে বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হাওয়া মামলাগুলির ভিত্তিতে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হবে না। বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের হয়েছে তা একত্রিত করা যায় কিনা, সেই সম্পর্কে রাজ্যগুলির মত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সমস্ত মামলায় গ্রেফতারের উপর স্থগিতাদেশ চেয়ে মিসেস শর্মা দারস্থ হন আদালতের। সেইসঙ্গে সবকটি মামলাকে একত্রিত করার দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর ছিল সকলের। উল্লেখ্য, হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে ৯টি মামলা দায়ের হয়েছে বিজেপির সাসপেন্ডের নেত্রীর বিরুদ্ধে। এমনকি তাঁর গ্রেফতারিতে সরব হয়েছেন বিরোধীরা। এদিকে জানা গিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলির ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখনই তাঁকে গ্রেফতার করা হবে না। কোনও দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না তাঁর বিরুদ্ধে। পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশকে নূপুর শর্মার অনুরোধের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আগামী ১০ আগস্ট মামলাগুলিকে একত্রিত করা নিয়ে সিদ্ধান্ত নেবে, সুপ্রিম কোর্ট। নূপুরের আইনজীবীর কথায়, আদালতের সমালোচনার জেরে নতুন করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। এমনকি কোনওরকম আইনি পদক্ষেপও নিতে পারছেন না। তাঁর গ্রেফতারিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে আদালত। এদিন সুপ্রিম কোর্ট স্বস্তি দিলেও, আগের একটি মামলায় চরম ভর্ৎসনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিজেপির সাসপেন্ডেড মুখপাত্রকে দায়ী করেছিল শীর্ষ আদালত। বিচারপতিরা বলেছিলেন, উনি হুমকি পাচ্ছেন, নাকি উনি হুমকির কারণ!