মহানগর ডেস্ক: প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি (GST) বসানোর প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। মঙ্গলবার কেরল সরকার (Kerala Govt.) জানিয়েছে, প্যাকেট বন্দী লেবেল সাঁটা যে খাবারগুলি ছোট দোকান থেকে বিক্রি করা হয় তার উপর এই নিয়ম লাগু করা হবে না। রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল কেরালা বিধানসভাকে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারের সমস্যা হলেও রাজ্য আপস করতে প্রস্তুত নয়।
ইতিমধ্যেই রাজ্য সরকার চিঠি পাঠিয়েছে কেন্দ্রকে। যেখানে বলা হয়েছে যে, ‘কোনও মূল্যেই কেরালায় এক বা দু কেজির পণ্যে অতিরিক্ত দাম নেওয়া হবে না। সেটা প্যাকেট বন্দী হোক বা খোলা পণ্য। যদি এটি কেন্দ্রের জন্য সমস্যা তৈরি করে, তাহলেও না। এই ক্ষেত্রে আমরা আপস করতে প্রস্তুত নই। আগেই এই বিষয়ে জানানো হয়েছিল’।
মূলত মি. বালাগোপাল জানিয়েছেন, ব্র্যান্ডেড কোম্পানিগুলির প্যাকেজ পণ্যের উপর পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হবে। কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া এই কর বসানো হবে না অর্থাৎ সেক্ষেত্রে তিনি ছোটো আকারের ব্যবসায়ী ও দোকানদারদের দিকে ইঙ্গিত করেছেন। তাঁর বক্তব্য, কেন্দ্র এই ধরনের সংস্থা গুলিকেও এই নিয়মের অধীনে রেখেছে। যদিওবা এখনও কিছু বিভ্রান্তি এই বিষয়ে রয়ে গিয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রোজকার জীবনে ব্যবহৃত পণ্যের উপর জিএসটি আরোপের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাঁর বক্তব্য, এই বিষয়টি সাধারণ মানুষের জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলবে। অনেক ছোট দোকানদার প্যাকেট করা পণ্য বিক্রি করে থাকে, যাতে সহজেই তার দাম দেখে সেগুলি কিনতে পারেন গ্রাহকরা। মি. বিজয়ন জানিয়েছেন, যে সমস্ত খাদ্যদ্রব্যে জিএসটি বসানো হয়েছে তাতে বেশিরভাগ খুচরো দোকানী ও সাধারণ গ্রাহকদের ক্ষতি হবে।