মহানগর ডেস্ক: মাস পেরোলেই বিধানসভা ভোট গুজরাতে (Gujarat Assembly Election)। ভোটের আগে সেখানে জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। কোথাও নির্বাচনী সভায় গলা ফাটাচ্ছেন প্রার্থী,নেতারা। আবার কোথাও মিছিল থেকে উঠছে স্লোগান। বিজেপি,কংগ্রেস, আপ থেকে নির্দল প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে চালিয়ে যাচ্ছেন লড়াই। কিন্তু এতসবের মধ্যেও ভোটের গুজরাতে একটি গ্রামে মানা রয়েছে ভোটের প্রচারের (No Political Campaign) । যত বড়ই নেতা হোন না কেন, ওই গ্রামে তিনি বা তাঁরা প্রচার করতে পারবেন না ভোটের। রাজকোট জেলার (Rajkot District) রাজলামাধিয়ালা গ্রামে ভোট প্রচার চলবে না। ১৯৮৩ সাল থেকেই অলিখিত ফরমান জারি রয়েছে এই গ্রামে। গ্রামের বাসিন্দারা মনে করেন এখানে ভোট প্রচার করা হলে বিরূপ প্রভাব পড়বে। গ্রামের সরপঞ্চের মতে, কোনও রাজনৈতিক দলকেই এই গ্রামে ভোটের প্রচার করতে দেওয়া হয়নি। বহু বছর ধরেই এমন চলে আসছে এখানে। তবে গ্রামের মানুষ বোঝেন গণতন্ত্রে ভোটের কতটা মূল্য রয়েছে। তাই প্রাপ্তবয়স্ক সবার জন্য ভোট দেওয়াটা বাধ্যতামূলক।
কিন্তু এই গ্রামের ডেভেলপমেন্ট কমিটির নিয়ম ও আইন গ্রামের মানুষকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। যদি কেউ তা না মানেন,তাহলে গুনেগুনে দিতে হবে জরিমানা। যেমন ভোটের সময় ইচ্ছে করে ভোট যদি কেউ না দেন,তাহলে তাঁকে একান্ন টাকা জরিমানা দিতে হবে। গ্রামে অবশ্য সবরকম আধুনিক সুযোগ সুবিধে রয়েছে। যেমন ওয়াইফাই,ইন্টারনেট পরিষেবা, সিসিটিভি ক্যামেরা, পরিষ্কার স্বচ্ছ পানীয় জলের জন্য আরও প্ল্যান্ট, জেলা ভিত্তিক ক্রিকেট খেলার মাঠ। গ্রামের নানা ঝামেলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। যেখানে সেখানে এটা ওটা ফেলা থেকে থুতু ফেলা, সরকারি সম্পত্তি নষ্ট এবং তরুণদের অলসভাবে সময় কাটানো এবং এদিকওদিক ঘুরে বেড়ানোও চলবে না। এই প্লাস্টিকমুক্ত গ্রামটি সারাদেশে মডেল ভিলেজ হিসেবে পরিচিত। ইতিমধ্যেই রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে এই প্লাস্টিকমুক্ত গ্রামটি।