মহানগর ডেস্ক: আরজেডি তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) শনিবার এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মর্মুকে (Draupadi Murmu) উদ্দেশ করে কিছু কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনে তাঁরা একটি মূর্তি চান না। তাঁর বক্তব্য, “আমরা আর রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তিকে চাই না। রাষ্ট্রপতি নির্বাচন করছি। আমরা সবসময় যশবন্ত সিনহার কথা শুনেছি। কিন্তু কখনও শাসকদলের রাষ্ট্রপতি প্রার্থীর কণ্ঠস্বর শুনিনি”।
RJD নেতার কথায়, NDA-এর পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরে একটিও সংবাদ সম্মেলন করেননি আদিবাসী নেত্রী। প্রসঙ্গে এদিন সাংবাদিকদের তিনি জিজ্ঞাসা করেছেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর আপনারা কি মুর্মুর কথা শুনেছেন? আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ভোট গণনা হবে ২১ জুলাই। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানিয়েছে আরজেডি। এমনকি আপও সমর্থন করছেন সিনহাকে।
অন্যদিকে আরজেডির মিত্র ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অবশ্য নির্বাচনে মুর্মুকে সমর্থন করবে বলে জানিয়েছে। গত মঙ্গলবার কংগ্রেস নেতা অজয় কুমার বলেছিলেন যে, এনডিএর রাষ্ট্রপতি প্রার্থীকে ‘আদিবাসীর প্রতীক’ বানানো উচিত নয়। তাঁর কথায়, এটা দ্রৌপদী মুর্মুকে নিয়ে নয়। যশবন্ত সিনহা একজন ভালো প্রার্থী এবং দ্রৌপদী মুর্মুও মানুষ হিসেবে ভদ্র। কিন্তু তিনি ভারতের শয়তানি দর্শনের প্রতিনিধিত্ব করেন। আমাদের তাঁকে আদিবাসীর প্রতীক বানানো উচিত নয়। বিজেপির অমিত মালব্য টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানেই কংগ্রেস নেতাকে এই ধরনের বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে।
যদিওবা পরবর্তীতে শেয়ার হওয়া ভিডিওটি পুরোপুরি বানানো বলে দাবি করেছেন অজয় কুমার। এদিকে বিশেষজ্ঞদের কথায়, বিরোধী প্রার্থীর থেকে পাল্লা ভারী দ্রৌপদী মুর্মুর। অনেকে ধরেই নিয়েছেন, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী। তবে সমস্ত জল্পনার অবসান ঘটবে ২১ জুলাই।