মহানগর ডেস্ক: ভোটের দামামা বেজে গিয়েছে গুজরাতে (Gujarat)। ভোটের দামামা বাজার আগেই ময়দানে তেড়েফুঁড়ে নেমে পড়েছে আপ (Aap) থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস (BJP And Congress)। লক্ষ্য কুর্সি দখল, সেদিকে লক্ষ্য রেখে কিছুদিন আগে গুজরাত ঘুরে গিয়েছেন আপের জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানিয়েছেন তাঁদের ভোটে জিতিয়ে কুর্সিতে বসালে মিলবে অনেক সুবিধে। তবে আপকে যুঝতে শাসক বিজেপি দলও এবার জোরকদমে নেমে পড়ল ময়দানে।
গদি টিকিয়ে রাখতে চমক জাগানো ঘোষণা শোনা গেল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির মুখে। তাঁর ঘোষণা, দেওয়ালির সাতদিন ট্রাফিক আইন ভঙ্গ করলে কোনও জরিমানা দিতে হবে না (No Traffic Fine )। একইসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের একাধিক জনমুখি সিদ্ধান্তের মধ্যে এটি একটি। যদিও এই ঘোষণার মধ্যে ভোটের গন্ধ পেয়েছে বিরোধীরা। তবে একই সঙ্গে তাঁর সাবধানবাণী এই সিদ্ধান্তের সুযোগ নিতে কেউ যেন আইন না ভাঙেন। টুইট করে আপলোড করা ভিডিওয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে তবে কেউ যদি ট্রাফিক আইন ভাঙেন,তাহলে গুজরাত পুলিশ তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা করবে না।
মন্ত্রীর কথায়, দেওয়ালি হচ্ছে আলোর উৎসব। দেওয়ালি মানে রঙের রঙ্গোলি। অনেক মিষ্টি,আলো আর বাজি। তাই এই উৎসবে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আরও একটি জনমুখি সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি সরকারের ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া আছ়ড়ে পড়ে। কেউ কেউ স্বাগত জানান এই পদক্ষেপকে। জানান, এই সিদ্ধান্ত সবাইকে স্বেচ্ছায় আইন মানতে উদ্বুদ্ধ করবে। আবার কেউ লিখেছেন এই সিদ্ধান্ত শহরে ট্রাকিক ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনবে। একজন আবার পরামর্শ দিয়েছেন ট্রাফিক সিগনালে কেউ দাঁড়িয়ে থেকে গাড়িঘোড়ার চলাফেরায় নজর রাখুন। এই সিদ্ধান্ত ঠিক নয়। কেউই আর আইন মানবেন না। দুর্ঘটনার হার অনেকে বাড়বে।