মহানগর ডেস্ক : ফিফার উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিশেষ করে ভারতীয় দর্শকদের উত্তেজনার সীমা ছিল না। কারণ সোনা গিয়েছিল সেই অনুষ্ঠানে নাকি দেখা যাবে নোরা ফাতেহিকে। স্বাভাবিকভাবে গর্বের একটা দিন ছিল ভারতবাসীদের। তবে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গিয়ে খেলা শুরু হয়ে যাবার পরেও দেখা পাওয়া যায়নি বিটাউনের এই অভিনেত্রীর। বিটিএস সদস্য জংকুক উদ্বোধনী গান গেয়ে নেমে পড়ার পরে দেখা যায়নি নোরাকে। তাহলে কি তার পারফরম্যান্স করার খবর নেহাত গুজব ছিল?
একেবারেই নয়। তার পারফরমেন্স নিয়ে ওঠা ঘটনা মোটেই রটনা নয়। তবে খবরটি পুরোপুরি না পাওয়ার কারণেই হতাশ নোরা ভক্তরা। আসলে উদ্বোধনী ম্যাচে নয় তাকে দেখা যাবে ২৯ নভেম্বর। ফিফা ভালো পারফর্ম করার ডাক পেয়েছেন অভিনেত্রী। সেখানেই তার সঙ্গে দেখা যাবে বিশ্বমানের শিল্পীদের। উদ্বোধনী অনুষ্ঠানে নাচার কোনরকম আমন্ত্রণ ছিল না অভিনেত্রীর কাছে। তার কাছে শুরুর থেকেই ফ্যান ফেস্টিভলে পারফর্ম করার ডাক ছিল। তবে তার অনুরাগীদের কাছে সঠিক খবর না থাকার কারণে বেজায় হতাশ তারা। অনেকেই ভেবেছিলেন প্রথম দিনেই অভিনেত্রীর চমক দেখবেন তারা।
প্রসঙ্গত ভারতীয় না হয়েও বলিউডের নিজের সাম্রাজ্য পেতেছেন এই অভিনেত্রী। সিনেমায় অভিনয় থেকে দর্শকেরা বেশি বুঁদ হয়েছেন তার আইটেম নাচে। এছাড়া বেশ কিছু রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। এবারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। সেখানেও তার বেশ কিছু অনুগামী রয়েছেন। আপাতত আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই ফিফার মঞ্চ মাতাবেন নোরা নিজের ‘অদা’ দিয়ে।