Home Featured Missile attack: জাপান-দক্ষিণ কোরিয়াকে মিসাইল আক্রমণ করছে কিমের দেশ! পিয়ংইয়ংকে সতর্কবার্তা ওয়াশিংটনের

Missile attack: জাপান-দক্ষিণ কোরিয়াকে মিসাইল আক্রমণ করছে কিমের দেশ! পিয়ংইয়ংকে সতর্কবার্তা ওয়াশিংটনের

by Arpita Sardar

মহানগর ডেস্ক: মাস দুয়েক আগের মত আবারও হঠাৎ করেই জাপানকে (japan) নিশানা করে মিসাইল (missile) ছুড়তে শুরু করেছে উত্তর কোরিয়া (North Korea)। বৃহস্পতিবার ভোর রাত থেকে নতুন করে কমপক্ষে ২৩ বার ব্যালিস্টিক মিসাইল ছুড়তে শুরু করেছে কিমের দেশ। সেগুলির কোনওটা পড়েছে জাপান ভূখণ্ডে আবার কোনওটা দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী জলভাগে। ইতিমধ্যেই
জাপান সরকারের হয়ে সিওলের তরফে মধ্য ও উত্তর জাপানের নাগরিকদের গৃহবন্দি থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন দুপুরেই জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। টোকিওর তরফে বলা জানানো হয়েছে, জাপানের নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করছে কিম জং উনের দেশ। উত্তর কোরিয়াকে এর জন্য মূল্য চোকাতে হবে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর সময় আমেরিকা সিওলের অন্তত ৫০টি যুদ্ধ বিমান পিয়ংইয়ংয়ের আকাশ সীমানা ঘেঁষে চক্কর কাটে। তারপরই মঙ্গলবার উত্তর কোরিয়া অধীনস্ত পিয়ংইয়ংয়ে পলিটব্যুরোর বৈঠক করেন কিম। আর সেখানেই তারা জাপার ও দক্ষিণ কোরিয়ার দিকে তাক করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করে বলে সূত্রের খবর।

অন্যদিকে পিয়ংইয়ং এর এহেন আচরণ দেখে ইতিমধ্যেই মিসাইল হানা নিয়ে সতর্ক করেছে ওয়াশিংটন। আমেরিকার তরফে সতর্ক করে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার এই আগ্রাসন বিপজ্জনক। কিন্তু নতুন করে অশান্তির সৃষ্টি করলে তার ফল ভুগতে হবে কিম প্রশাসনকে। আমেরিকার এও বক্তব্য, অর্থনৈতিকভাবে উত্তর কোরিয়া ভেঙে পড়েছে। ফলত স্বৈরতন্ত্র কায়েম করেও কিম দেশ চালাতে ব্যর্থ। তাই পরিকল্পনা করেই পার্শ্ববর্তী দেশগুলির শান্তি বিঘ্নিত করতে মরিয়া হয়ে উঠছে উত্তর কোরিয়া।

You may also like