Home Featured Eknath Shinde: ‘শুধুমাত্র ক্ষমতার জন্য নয়…’, বিধায়কদের বিদ্রোহের কারণ বাতলে দিলেন শিণ্ডে

Eknath Shinde: ‘শুধুমাত্র ক্ষমতার জন্য নয়…’, বিধায়কদের বিদ্রোহের কারণ বাতলে দিলেন শিণ্ডে

by Anamika Nandi
Eknath Shinde: 'শুধুমাত্র ক্ষমতার জন্য নয়...', বিধায়কদের বিদ্রোহের কারণ বাতলে দিলেন শিণ্ডে

মহানগর ডেস্ক: কেন্দ্রের শাসক দলের সঙ্গে একজোট হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেছেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। বিজেপির (BJP) সম্পূর্ণ সমর্থন রয়েছে শিণ্ডে সরকারকে। তবে সেটা শুধুমাত্র ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্যও। বুধবার মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যে বিধায়করা বিদ্রোহ করেছিলেন ঠাকরের বিরুদ্ধে, তাঁরা হিন্দুত্ববাদের কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ নিয়েছিলেন’। এএনআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে একনাথ শিণ্ডে বলেছেন, শিবসেনা বিধায়কদের মহা বিকাশ আঘাদি শাসনের সময় কাজ করা কঠিন হয়ে উঠেছিল এবং কংগ্রেস ও এনসিপির কারণে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছিল।

তাঁর বক্তব্য, ‘জনসাধারণের মধ্যে ধারণা ছিল যে বিজেপি ক্ষমতার জন্য সবকিছু করে। কিন্তু তাঁরা জনগণকে দেখিয়েছে, এই ৫০ জন লোক হিন্দুত্ববাদকে গুরুত্ব দিয়েছে এবং তাঁদের অ্যাজেন্ডা উন্নয়ন’। শিণ্ডের কথায়, বিজেপি হিন্দুত্ববাদকে গুরুত্ব দিয়ে সেনা বিদ্রোহী শিবিরকে সমর্থন জানিয়েছে এবং মুখ্যমন্ত্রী আসনে তাঁকে বসিয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তা করার জন্য কেন্দ্রের পূর্ণ সমর্থন রয়েছে।

আরও পড়ুন : নূপুর শর্মার মাথা চাই নিয়ে ভিডিও বার্তা, অবশেষে পুলিশের জালে আজমির দরগার সেই খাদিম

এর আগেও বিজেপি ও শিবসেনার মধ্যে জোট ছিল। তিনি বলেছেন, ১৭০ জন বিধায়ক জোটের সঙ্গে রয়েছে। পরবর্তী বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন আমরা পেতে পারি। তাঁর কথায়, বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ ‘বড় মনের পরিচয় দিয়েছেন। আমাকে এগিয়ে দিয়ে নিজে উপমুখ্যমন্ত্রী পদে বসেছেন। প্রসঙ্গে তিনি বলেছেন, এটি তাঁর জন্য অপ্রত্যাশিত ছিল। শুধু দলের নির্দেশ অনুসরণ করেছিলেন তিনি।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পাশে থাকার জন্য। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর কথায়, মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই বদলে গিয়েছে। বিজেপি কেবল ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য লড়াই করে।

You may also like