মহানগর ডেস্ক: প্রথম থেকেই ধর্মকে সবকিছুতে আগে রাখে মোদি নেতৃত্বাধীন সরকার। দেখতে গেলে, ধর্মকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে বিজেপি (BJP)। সেইসঙ্গে দরিদ্র, তফসিলি জাতি ও উপজাতিদের কল্যাণেও বিভিন্ন প্রকল্প চালু করার জন্য প্রশংসিত হয়েছে কেন্দ্রীয় সরকার। হিন্দুদের পাশাপাশি দরিদ্র মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপকারে সবসময় এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদির (Narendra Modi) স্পষ্ট বার্তা, বিজেপি কর্মীদের দলের কাজ প্রচারের জন্য শুধুমাত্র হিন্দু নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছেও পৌঁছাতে হবে।
জাতীয় কর্ম সমিতির বৈঠকে নমো দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রান্তিক সম্প্রদায়ের কাছে পৌঁছানোর প্রচেষ্টা করতে হবে। বিজেপি দলিত, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর উপর দৃষ্টি নিবন্ধ করেছে। নানা ভাবে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। এতে নির্বাচনীতে লাভবান হবে গেরুয়া শিবিরই।
আরও পড়ুন: তেজপাতাতেই ম্যাজিক,সাতদিনে কমবে চুল পড়া
উল্লেখ্য, উত্তরপ্রদেশের রামপুর ও আজমগড়ে উপনির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের বলেছেন, “দেখতে হবে যে আমাদের নীতি সংখ্যালঘুদের কীভাবে সাহায্য করছে? কেন তাঁরা আমাদের ভোট দিচ্ছে?” তাঁর কথায়, প্রান্তিক সম্প্রদায়ের কাছে পৌঁছানোর প্রচেষ্টা শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বিরোধীদের কথায়, গেরুয়া শিবির প্রান্তিক সম্প্রদায়গুলিকে বোঝানোর মাধ্যমে হিন্দু ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত রাখছে। যদিও শাসকদলের দাবি, সমস্ত সম্প্রদায়ের ভালোর কথা ভেবেই কাজ করা হচ্ছে।