মহানগর ডেস্ক: সোমবার ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) উত্তরপ্রদেশের পুলিশকে সমাজবাদী পার্টি প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। তাঁদের অভিযোগ, বিজেপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে ঘৃণ্যমন্তব্য করেছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নূপুর শর্মার দায়িত্বজ্ঞানহীনতার কারণে সারাদেশে আগুন জ্বলছে। তাঁকে ক্ষমা চাইতে হবে’। যার পর পয়গম্বর বিতর্কে শীর্ষ আদালতের মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। সপা প্রধান টুইটারে লেখেন, “শুধু মুখ নয়, শরীরেরও ক্ষমা চাওয়া উচিত এবং দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য শাস্তি হওয়া উচিত”।
আরও পড়ুন: বর্ষায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, করোনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বৈঠকে প্রশাসন
সপা প্রধানের টুইটের পরই উত্তরপ্রদেশ পুলিশের কাছে NCW-র (National Commission For Women) চেয়ারপার্সন রেখা শর্মার চিঠি আসে। তাঁর বক্তব্য, যাদবের টুইটটি “নিছক উস্কানি”। প্রসঙ্গে তিনি লিখেছেন, নূপুর শর্মার বিরুদ্ধে টুইটারে যে মন্তব্য করেছেন পার্টির প্রধান সেটি যথেষ্ট অরুচি কর ও ঘৃণ্য। তাঁর কথায়, টুইটটি দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক বৈষম্যকে উস্কে দিয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অখিলেশ যাদবের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
মূলত সপা প্রধানের বিবৃতিকে অবাঞ্ছিত বলে অভিহিত করেছেন NCW-র চেয়ারপার্সন। তাঁর কথায়, বিষয়টি এখনও বিচারাধীন। ইতিমধ্যেই প্রাণনাশের হুমকি পেয়েছেন বিজেপির প্রাক্তন নেত্রী। সেক্ষেত্রে অখিলেশ যাদবের টুইটটি মিসেস শর্মার জীবনের জন্য একটা বড় থ্রেট।