মহানগর ডেস্ক: শালীনতার সব সীমা (All limits Crossed) কি পেরিয়ে গেলেন উরফি জাভেদ (Urfi Javed)? প্রতিবারই পোশাক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্টে (Style Statement) তিনি সবাইকে যাকে বলে হাঁ করিয়ে দেন। একরকম হইচই পড়ে যায়। সেই পেরেকের পোশাক থেকে শুরু করে অনেকরকমই খেল দেখিয়ে তিনি নেটিজেনদের মাথা খারাপ করে দিয়েছেন। যাঁরা একটু রক্ষণশীল, তাঁদের মধ্যে ছি ছিৎকার পড়ে গেছে। নাঃ উরফি আর সাহস দেখিও না। তবে এটা সাহস নয়। অতিবড় দুঃসাহস! এই অতি দুঃসাহস শালীনতার সব সীমাই অতিক্রম করেছে। এবারে দেওয়ালিতে উরফিকে মনে পড়ছে? বাঁ হাত দিয়ে শরীরের লজ্জা ঢেকে দিয়ে ট্রোলড হয়েছিলেন তিনি। এত খোলামেলা পোশাক দেখে নেটিজেনরা যাকে বলে থ। কিন্তু এবার উরফি যেভাবে নিজেকে তুলে ধরেছেন,তাতে মনে হচ্ছে পৃথিবী টালমাটাল। তাঁর ডিক্সনারিতে শালীনতা বলে শব্দটা নেই। কারণ এবার টপলেস উরফি হাত দিয়ে কোনওরকমে,বলতে গেলে প্রবল অনিচ্ছে সত্ত্বেও, নিজের বাঁদিক চেপে রয়েছেন। চেপে রাখলেও ঢেকে রাখতে পারেননি নিজের শালীনতা।
ঢেকে রাখা হাতের ফাঁক দেখে এক জোড়া চাঁদের মতো….যদি কারো মনে হয় উরফির হাতগুলো সত্যি নয়। তাহলে জেনে রাখুন সত্যি হাতটা নিজের নয়। তার উন্মুক্ত বুক অভিনেত্রী শ্বেতা গুরমিত কাউর ঢেকে রেখেছেন। তিনি নিজে কিচ্ছুটি করেননি। আর অভিনেত্রীও চোখ টিপে তাঁকে থ্যাংকস জানাচ্ছেন। এবং বলতে নেই উরফি রিল পোস্ট করার পর হওয়ার পর হাইভোল্টেজ ভাইরাল হয়ে গিয়েছে বিদ্যুতের গতিতে। একজন ইউজার একটুও দেরি না করে লিখেছেন, ওঁর শরীর, উনি যা খুশি তাই করতে পারেন। এতে আর প্রোব্লেমটা কোথায়? ওঁর নিজের যদি প্রোব্লেম না হয়, তাহলে আপনাদের প্রোব্লেম কোথায়? আরেকজন তো রেগে টেগে গিয়ে লিখেই বসেছেন এতটা নীচে কে নামতে পারে! মা-বাবার কী লজ্জা হয় না আপনি এমন কাণ্ড করছেন।
একজন এতটাই রেগে গিয়েছেন যে উরফির বিরুদ্ধে এফআইআর করার জন্য ভারতের মহিলা আয়োগকে এফআইয়ের কথা বলেছেন। এরকম উত্তেজক ছবি পোস্ট করে তিনি ধর্ষণে সবাইকে উস্কে দিচ্ছেন। এরকম চললে দেশে মেয়েদের সবাই এরকম ন্যুড নজরেই দেখবে। ভারত সরকারের উচিত এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিছুদিন আগে অবশ্য অশালীন ছবি পোস্ট করায় বিস্তর ঝামেলায় পড়তে হয়েছিল তাঁকে। দিল্লি পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। অক্টোবরে তাঁর মিউজিক ভিডিও হ্যায় হ্যায় মজবুরি রিলিজ হওয়ার পরই বড় রকমের সমস্যায় পড়তে হয়েছিল সেক্সি গার্ল উরফিকে। কিন্তু তাতেও কী তাঁকে থামানো যাচ্ছে। এবারের রিল পোস্ট দেখে কি সেটা একবারও মনে হয়?
hoti hai jo aap it