মহানগর ডেস্ক: বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) দেশে হিংসাত্মক পরিবেশ তৈরির জন্য একক ভাবে দায়ী করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের কথায়, বর্তমানে দেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী তিনি। তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরেই দেশের নানা প্রান্তে হিংসাত্মক আবহ তৈরি হয়েছে। কিন্তু নিজের কাজের জন্য ক্ষমা চাননি তিনি। তাঁর প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপর আরও একটি নতুন পিটিশন জমা পড়েছে আদালতে। পিটিশন অনুযায়ী, বিচারপতি কান্ত মিসেস শর্মাকে নিয়ে যা বলেছেন তা তাঁকে ফিরিয়ে নিতে হবে।
পিটিশনে বলা হয়েছে, এখনও পর্যন্ত বিজেপির বহিষ্কৃত নেত্রী দোষী সাব্যস্ত হননি। তাঁকে দায়ী করলে কোনওভাবে দেশে ঘৃণার রাজনীতি বা বৈষম্য কমবে না। তাই শীর্ষ আদালতের পক্ষ থেকে যা বলা হয়েছে তা ফিরিয়ে নিতে হবে। নবী মহম্মদের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন নেত্রী। যার পর ইসলামিক দুনিয়ার চোখের বিষ হয়ে উঠেছেন তিনি। তাঁর সেই মন্তব্যের কারণে দেশের নানা প্রান্তে বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের থানাতে। উল্লেখ্য, শীর্ষ আদালতে তাঁর আবেদন ছিল সব মামলাগুলি এক জায়গায় স্থানান্তর করা হোক। তাতে তদন্তে সহযোগিতা হবে। সেই সঙ্গে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে, জানানো হয়। কিন্তু সেই মামলাতেই তাঁকে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। তার বিরোধিতা করেই এবার দায়ের হয়েছে পিটিশন।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেছে ছেলের,১১ বছর পর টাকা পেলেন বৃদ্ধা মা
প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, দেশে ক্রোধ এবং ঘৃণার পরিবেশ তৈরি করেছে মোদি নেতৃত্বাধীন সরকার। কোনও একজন বা একা কোনও ব্যক্তিত্ব তা করেনি। তাঁর কথায়, সুপ্রিম কোর্ট বলছে দেশে ঘৃণার পরিবেশ তৈরি করেছেন মিসেস শর্মা একা। কিন্তু এই বিবৃতি কারোর একার বলে মেনে নেওয়া যাচ্ছে না। অন্যদিকে AIMIM প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি মিসেস শর্মাকে গ্রেফতারের দাবি করেন। তাঁর বক্তব্য, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবী করছি যেন নূপুর শর্মাকে গ্রেফতার করা হয়। আইন তার নিজস্ব গতিতে চলুক। কেন বিজেপি তাঁকে রক্ষা করছে? দলের প্রাক্তন মুখপাত্রকে নিয়ে সুপ্রিম কোর্ট কী বলেছে, তা দেখা উচিত গেরুয়া শিবিরের’।