মহানগর ডেস্ক: রোগিনীর চুলে মুঠি চেপে ধরেছেন নার্স (Nurse Holds Patients Hair)। তারপর তাঁকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন হাসাপাতালের বেডে। রোগিনী নার্সের হাত থেকে বাঁচার জন্য ছটফট করছেন। রীতিমতো আর্তনাদ করে চলেছেন তিনি। কিন্তু নার্সের শক্ত মুঠি থেকে কিছুতেই ছাড়া পেলেন না তিনি। তারপরই নার্স তাঁকে পেড়ে ফেললেন বেডে (The Nurse Pinned Down On Bed)। নার্সকে সাহায্য করছেন এক পুরুষ হাসপাতাল কর্মী। যোগীরাজ্যের সীতাপুর জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডে এই দাওয়াইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নার্সের হয়েই সাফাই গেয়ে জানিয়েছেন, ওই রোগিনীর সঙ্গে কোনওরকম ভুল করেননি নার্স।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ-প্রসঙ্গে চিফ মেডিকেল অফিসার ড. আরকে সিং জানান, গত আঠেরো তারিখে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতাল থেকে চলে যায় তাঁর বাড়ির লোকজন। তারপর ওই মহিলা রাত বারোটা নাগাদ ওয়াশরুমে যায়। তারপর হঠাৎই হিংস্র আচরণ করতে থাকে। ওই রোগিনী তাঁর হাতের চুরি ভেঙে ফেলেন এবং শাড়ি সায়া খুলে ফেলেন। তাতে ওয়ার্ডের অন্য রোগিনীরা আতঙ্কিত হয়ে ওঠে। তাঁকে থামানোর জন্য ছুটে আসে হাসপাতালের কর্মীরা। সেসময় কর্তব্যরত নার্স পুলিশ এবং অন্য ওয়ার্ডের নার্সরা সাহায্যের জন্য ওই ওয়ার্ডে ছুটে আসে। ওই রোগিনীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উড়িয়ে দিয়ে ড.সিং জানান তাঁকে শান্ত করার জন্যই নার্স তাঁকে ওভাবে বেডে নিয়ে আসেন। যাতে ইঞ্জেকশন দেওয়া সম্ভব হয়। তারপরই রোগিনী শান্ত হয়। শান্ত হওয়ার পর তাঁর বাড়ির লোকজনেরা এলে ওই রোগিনীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।