Home Entertainment Nusrat Jahan : তাহলে কি বিগবসে যাচ্ছেন নুসরাত? কী বললেন অভিনেত্রী দেখুন…

Nusrat Jahan : তাহলে কি বিগবসে যাচ্ছেন নুসরাত? কী বললেন অভিনেত্রী দেখুন…

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : মাস দুয়েক আগে খবর এসেছিল সালমানের বিগ বসের হাউসে যাচ্ছেন নুসরাত জাহান। স্বাভাবিকভাবেই বাংলা দর্শকরা ভীষণভাবে খুশি হয়েছিলেন সেই খবর সামনে আসায়। তবে এক মাস হতে চলল সেই খবরে জল পড়েছে। বিগ বস হাউসে অন্যান্য অতিথিরা এলেও সেখানে দেখা পাওয়া যায়নি নুসরাতের। কিন্তু গুঞ্জন এখনো থেমে থাকে নি। শোনা যাচ্ছে বিগবসের সঙ্গে নুসরাতের যোগ সূত্র মারাত্মক। তাহলে কি ওয়াইল্ডকার্ড এন্ট্রি নেবেন কন্ট্রোভার্সিক্যুইন?

আসলে সেপ্টেম্বরে এক বাংলা সংবাদমাধ্যমকে আভাস দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন টাকা পয়সা নিয়ে আপাতত কথা চলছে তাদের মধ্যে। কিন্তু আস্তে আস্তে যেন সেসব ব্যাপার থমকে গেল। সম্প্রতি শোনা যাচ্ছে চার মাসের জন্য পরিবারকে ছেড়ে দূরে থাকা সম্ভব নয় নুসরাতের পক্ষে। এছাড়া সাধারণ মানুষের প্রতি অনেক কর্তব্য রয়েছে তার। আছে ছেলের প্রতি দায়িত্ব। সবকিছু মিলিয়ে এতদিনের জন্য বাড়ি ছেড়ে থাকা সম্ভব নয় তার পক্ষে।

অন্যদিকে একটি হিন্দি ওয়েব সিরিজে কাজ করার কথা চলছে নুসরাতের। খুব শীঘ্রই মুম্বাইতে যাবেন তিনি। তবে এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। অন্যদিকে আরব সাগরের পাড়ের শহরে ইতিমধ্যে পাড়ি জমিয়েছেন তার স্বামী যশ। ইয়ারিয়া ২ ছবিতে কাজ করেছেন তিনি। এরপর নাকি যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করবেন তিনি। এমন খবরও ভাবছে আকাশে।

অন্যদিকে টলিউডের স্বস্তিক সংকেত ছবিতে শেষবার দেখা গেছে নুসরাতকে। শেষ করে ফেলেছেন জয় কালী কলকাত্তাওয়ালী ছবির শুটিং। এছাড়া এনা সাহার প্রযোজনায় মাস্টার মশাই আপনি ছবিতে কাজ করার কথা রয়েছে তার। যেখানে আবার তার সঙ্গে জুটি বাঁধবেন যশ। সব মিলিয়ে ঈশানের মাম্মি এখন খুব ব্যস্ত।

You may also like