Home Featured Objectionable Slogan : যোগী রাজ্যে ধর্মীয় শোভাযাত্রায় স্লোগান উঠল “সর তন সে জুদা”, আটক দুই নাবালক-সহ সাত, স্লোগান রাজস্থানের যোধপুরেও

Objectionable Slogan : যোগী রাজ্যে ধর্মীয় শোভাযাত্রায় স্লোগান উঠল “সর তন সে জুদা”, আটক দুই নাবালক-সহ সাত, স্লোগান রাজস্থানের যোধপুরেও

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ধর্মীয় শোভাযাত্রায় (Religious Procession) স্লোগান উঠল “সর তন সে জুদা”,( Beheading) যে স্লোগানের ভিডিও ভাইরাল হতেই উত্তাল যোগী রাজ্য (BJP Ruled UP)। আমেথির একটি ধর্মীয় স্থানে শোভাযাত্রা চলাকালীন আপত্তিকর স্লোগান (Objectionable Slogan) দেওয়ার অভিযোগে দুই নাবালক-সহ সাতজনকে আটক করল উত্তরপ্রদেশের পুলিশ। মোট নজনের নামে দায়ের করা হল এফআইআর। প্রতিবছরই আমেথিতে মহম্মদ জয়াসি মসজিদে রবিউল আওয়াল উদযাপন হয় খুবই সাদামাঠাভাবে। এবছরও এই উৎসবে যোগ দিয়েছিল কয়েকশো মানুষ।

অংশগ্রহণকারী মানুষ ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়। কিন্তু মিছিলের একটি অংশে যোগদানকারীদের রীতিমতো আক্রমণাত্মকভাবে ওই আপত্তিকর স্লোগান দিতে শোনা যায়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে কয়েক ডজন যুবক ও নাবালককে আপত্তিকর “সর তন সে জুদা” স্লোগান দিতে শোনা যায়। স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশ। খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন ডিআইজি অমরেন্দ্রকুমার সিং। আমেথির এসপি জানান ভিডিওটি জয়াস এলাকার। পুলিশ আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে দুই নাবালক-সহ সাতজনকে আটক করেছে।

একইধরণের ঘটনা ঘটে রাজস্থানের যোধপুরে। পিপারে বারাওয়াফাত শোভাযাত্রায় আপত্তিকর “সর তন সে জুদা” স্লোগান দিতে শোনা যায়। শোভাযাত্রার ভিডিও ভাইরাল হওয়ার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে স্থানীয়রা থানায় অভিযোগ জানান। তাদের অভিযোগ হিন্দু অধ্যুষিত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে ওই স্লোগান দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সংঘর্ষে অভিযুক্ত রোশন আলি সিন্ধি-সহ পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় এই খবর লেখা পর্যন্ত কারোকে গ্রেফতার করেনি পুলিশ। প্রসঙ্গত, গোস্তাকি-এ-রসুল কি একই সাজা, সর তন সে জুদা স্লোগান প্রথম দিতে শোনা গিয়েছিল পাকিস্তানের চরমপন্থী ইসলামি সংগঠন তেহরিক-এ-লাব্বাইককে।

You may also like